বারোটা সাবানের বাক্স থেকে ১০২ গ্রাম হিরোইন জব্দ
কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। গোপন সূত্রের ভিত্তিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথের নেতৃত্বে মঙ্গলবার রাতে এক অভিযানে শিলচর রামনগর বাইপাস থেকে বৃহৎ পরিমাণের হিরোইন জব্দ করা হয়েছে l বারোটা সাবানের বাক্স থেকে ১০২ গ্রাম হিরোইন জব্দ করে পুলিশ l সঙ্গে AS 14J 9097 একটি গাড়ি সহ দুইজন ড্রাগস্ পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ ।
আটক করা দুইজনের নাম ,শিলচর ইটখলার অঙ্কিত সিং ও তারাপুর কালীবাড়ি রোডের প্রান্তিক চৌধুরী । এই ড্রাগস পাচারের মূল পান্ডাদের পাকড়াও করার উদ্যেশ্যে ধৃতদের বর্তমানে শিলচর সাদর থানায় নিয়ে জোর কদমের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ l