গ্রেফতার মহিলা পাচারকারী
শিলচর : অব্যাহত কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান,।উদ্ধার হল ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন।গ্রেফতার মহিলা। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশি অভিযানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ধরা পড়ছে মাদক সামগ্রী, সহ পাচারকারী। বৃহস্পতিবার এক অভিযানে আবারও বড়সড় সাফল্য পেলো কাছাড় পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে জেলার লক্ষ্মীপুর থানার লাবক এলাকায়র মিনা কুমারী শর্মা নামের মহিলার ঘরে হানা দেয় পুলিশ। অভিযানে মহিলার ঘর থেকে উদ্ধার হয় সন্দেহজনক হেরোইন ভর্তি ৫৮ সাবানের কৌটা। এদিন মিনা কুমারীর সূত্রে পুলিশ আরও অন্যান্য জায়গায় হানাদিয়ে মোট ১০০ টি সাবানের কোঠায় ১ কেজি ৬০০ গ্রাম হেরুইন উদ্ধার করতে সক্ষম হয় ।
উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য ৭ কোটি টাকার অধিক হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন।অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন গ্রেফতার করা হয়েছে মিনা কুমারি শর্মাকে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন।