সমস্যা নিরসনে গুচ্ছ পরিকল্পনা জেলা প্রশাসনের
কাছাড় জেলা সদর শিলচর শহর এলাকার মাত্রাতিরিক্ত যানজট সমস্যা থেকে রেহাই পেতে গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। এ ব্যাপারে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যেক অটো রিকশার দুদিকে এবং অটো রিকশার ভেতরে অর্থাৎ ড্রাইভারের আসনের পেছনে ড্রাইভারের নাম, কন্টাক্ট নম্বর পারমিট সেন্টারের নাম, রেজিস্ট্রেশন নম্বর লিখে রাখতে হবে। তাছাড়া পারমিটের ফটোকপি উইন্ড স্ক্রিনে লাগিয়ে রাখতে হবে বলেও জেলাশাসক এক নির্দেশিকায় বলেছেন।
শিলচর পুর পর্যদ কর্তৃপক্ষ যাত্রীদের ওঠা-নামার জন্য শহরের কিছু স্থান নির্ধারিত করে দিয়েছে। এছাড়া আরও কয়েকটি স্থান শীঘ্রই নির্ধারিত করা হবে। তবে এ ব্যাপারে ট্রাফিক কর্তৃপক্ষ নির্ধারিত পয়েন্টগুলির তালিকা ইতিমধ্যে চিহ্নিত করেছে এবং যত্রতত্র যাত্রী ওঠা-নামা যাতে করতে না পারে সে বিষয়ে নিশ্চিত করতে বলা হয়েছে।
জেলা প্রশাসন এবং অটো রিকশা অ্যাসোসিয়েশনের তরফে আলোচনাক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে ই-রিকশা চলাচলের ক্ষেত্রে সীমাবদ্ধতা আনতে হবে। এছাড়া পূর্বনির্ধারিত সিদ্ধান্ত বহাল থাকবে এবং ট্রাফিক কর্তৃপক্ষ বিষয়টি অতিসত্বর রূপায়ণ করবে।