বর্তমানে শিলচর শহরে মোট ১,৪০০টি টোটো রয়েছে। ওড ও ইভেন নম্বরের ফলে প্রতিদিন ৭০০ টোটো শহরের প্রধান রাস্তায় চলাচল করতে পারবে। তবে নতুন কোনও টোটোকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে
কাছাড় জেলা সদর শিলচর শহরে যানজট নিরসনে জেলা প্রশাসন একাধিক পরিকল্পনা হাতে নিলেও পরিস্থিতি যে-কে সেই। বিশেষ করে টোটো (ই-রিকশা)-র চলাচলে বিপাকে পড়েছে জেলা প্রশাসন। একাধিক মিটিং করেও স্থায়ী সমাধান সূত্র বের করা সম্ভব হয়নি প্রশাসনের। অবশেষ প্রশাসন এক সিদ্ধান্ত নিয়েছে, শিলচরে ওড-ইভেন নম্বরে টোটো চলবে।
নয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশ। জেলাশাসক লায়া মাদ্দুরি এ প্রসঙ্গে জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে নতুন সিদ্ধান্তের কথা জানানো হবে। জেলা প্রশাসন তথা পরিবহণ বিভাগ টোটোর চলাফেরা নিয়ে হিমশিম খেতে হচ্ছে দীর্ঘ দিন থেকে। আগে কয়েক বার টোটোর চলাফেরা নিয়ে জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করেছিল। কিন্তু জেলা প্রশাসনের নির্দেশিকার বিরুদ্ধে টোটো মালিকরা আন্দোলনে বসেছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জোড়-বেজোড় রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে বুধবার থেকে শহরের প্রধান সড়কে টোটো চলাচল করছে। জেলাশাসক জানান চালকদের ড্রাইভিং লাইসেন্স জরুরি। টোটোর রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়েছে, বর্তমানে শিলচর শহরে মোট ১,৪০০টি টোটো রয়েছে। ওড ও ইভেন নম্বরের ফলে প্রতিদিন ৭০০ টোটো শহরের প্রধান রাস্তায় চলাচল করতে পারবে। তবে নতুন কোনও টোটোকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
জেলাশাসক লয়া মাদ্দুরির উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলাশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক ব্রাঞ্চের সিটি ইন্সপেক্টর-সহ টোটো মালিক ও চালক সংস্থার প্রতিনিধিরা।