শিলচর | শিক্ষকদের আন্দোলনে নিরাশ হয়ে পরীক্ষা না দিয়ে ঘরে ফিরে যেতে হয় ছাত্র-ছাত্রীদের

2 - মিনিট |

শিলচর কলেজিয়েট স্কুলের শিক্ষক শিক্ষিকারা কয়েক মাসের বেতন না পেয়ে আজ স্কুলের সামনে প্লে কার্ড হাতে নিয়ে ধর্ণায় বসেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের জন্য পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরতে হয়েছে ছাত্র-ছাত্রীদের lঅবশেষে ছয় মাসের প্রাপ্য বেতনের দাবিতে শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ প্রদর্শন শিলচর কলেজের স্কুলে lআন্দোলনের কারণে বৃহস্পতিবার থেকে আরম্ভ হতে যাওয়া হাফ ইয়ারলি পরীক্ষা অনির্ধিষ্ট কালের জন্য বাতিল করা হয়েছে l

যার কারণে তো হয়ে পড়েন পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। শিলচরের স্বনামধন্য বেসরকারি কলেজিয়েট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টিতে বিগত মার্চ মাস থেকে জমে থাকা বেতন বন্ধ সহ আরো বিভিন্ন অভিযোগ রয়েছে হলে জানা যায় l
বিষয়টি ইতিমধ্যে গোয়াহাটি উচ্চতর ন্যায়লয়ে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ lতাই শিক্ষক -শিক্ষিকাদের বেতন দিতে পারছেন না বলেও জানান তারা lবেতন আদায়ের জন্য শিক্ষক শিক্ষিকারা অনেক বার স্কুল কর্তৃপক্ষ, আই এস এবং জেলা প্রশাসনকে অবগত করালেও আজ পর্যন্ত একাংশ শিক্ষক বিগত ছয় মাস ও একাংশ শিক্ষক তিন মাসের বেতন পান নাই lতা সত্যেও শিক্ষকরা এতদিন যাবৎ শিক্ষা প্রদান করে আসছেন বলে জানান তারা l


বাধ্য হয়ে বৃহস্পতিবার তাদের প্রাপ্য বেতনের দাবিতে পরীক্ষা বাতিল করে ধরনায় বসতে বাধ্য হয়েছেন শিক্ষক- শিক্ষিকারাlএদিকে ,আজ থেকে আরম্ভ হওয়া হাফ ইয়্যারলি পরীক্ষা আসা নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের স্কুলে নিয়ে আসো অভিভাবদের স্কুলে প্রবেশ করতে বাধা প্রদান করেন ধরনায় বসা শিক্ষক-শিক্ষিকারা l


তারপর শুরু হয় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তর্ক- বিতর্ক এবং ঠেলা-ধাক্কার সূত্রপাত lএক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে গোটা বিদ্যালয় চত্বরে l ঘটনার সময় অভিভাবকরা ধরনায় বসা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন একাংশ শিক্ষিকারা lযতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হয়েছে ততদিন শিক্ষাদান ও পরীক্ষা গ্রহণ করবেন না বলে সব জানিয়ে দিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা l

শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *