শিলচর-শিলং জাতীয় সড়ক থেকে পাহাড়ি খাদে বিএসএফবাহী বাস, হত পাঁচ, আহত ২২

< 1 - মিনিট |

এএস ০৫ সি ২০৩৪ নম্বরের বেসরকারি বাসে করে ৯৩ ব্যাটালিয়ন বিএসএফ-এর জওয়ানরা অসমের বরাক উপত্যকায় যাচ্ছিলেন।

কে আর সি টাইমস ডেস্ক

মেঘালয়ের শিলচর (অসম)-শিলং (মেঘালয়) পাহাড়ি জাতীয় সড়ক থেকে গভীর খাদে পড়েছে বিএসএফ জওয়ানবাহী একটি বাস। এ ঘটনায় পাঁচ জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনা বুধবার মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়াপাহাড় জেলার অন্তর্গত উমকিয়াং এলাকায় সংঘটিত হয়েছে। এ ঘটনায় দুই অসামরিক ব্যক্তি বাসের চালক ও তার সহকর্মী এবং ২০ জন জওয়ান আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লেহরিয়েট এবং শিলঙে অবস্থিত নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল হেল্থ অ্যান্ড মেডিক্যাল সায়েন্স (নেইগ্রিমস)-এ ভরতি করা হয়েছে। 

পূর্ব জয়ন্তিয়াপাহাড় জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার লাখাডর সিয়েম জানিয়েছেন, আজ বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এএস ০৫ সি ২০৩৪ নম্বরের বেসরকারি বাসে করে ৯৩ ব্যাটালিয়ন বিএসএফ-এর জওয়ানরা অসমের বরাক উপত্যকার কোথাও যাচ্ছিলেন। কিন্তু বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জেলার অন্তর্গত উমকিয়াঙের উমতিয়ারার পাহাড়ি রাস্তা থেকে প্রায় ১৫০ ফুট নীচে গভীর খাদে গড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পৌঁছে অকুস্থলে। স্থানীয় বেসরকারি সংগঠন দরবার শ্লংস-এর সদস্যদের সহায়তায় দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি দিয়ে হাসপাতালে পাঠানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news