বরাকে এসে তিনি যেসব মন্তব্য করেছেন তাতে মনে হচ্ছে তিনি এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে এসেছেন-প্রদীপ দত্তরায়
শিলচর : হোজাইএর প্রাক্তন বিধায়ক তথা বিজেপির নেতা শিলাদিত্য দেব সম্প্রতি বরাকে এসে চরম সাম্প্রদায়িক মন্তব্য করায় সারা বরাক জুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই নিয়ে এবার সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
এক প্রেস বার্তায় বিডিএফ মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে সারা আসাম বাঙালি পরিষদের উপদেষ্টা হিসেবে প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব সম্প্রতি বরাকের তিন জেলায় যে সভা করেছেন, তাতে সমস্যা ছিল না। কিন্তু এইসব সভা সমিতি তথা সংবাদ মাধ্যমে যেভাবে তিনি হিন্দু মুসলিম সংক্রান্ত সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন তা নিয়ে অনেকেই ক্ষুব্ধ।
তিনি বলেন যে প্রথমে তাঁরা তাকে গুরুত্ব না দেবার সিদ্ধান্ত নিলেও পরে জনগনের অনুরোধে মুখ খুলতে বাধ্য হচ্ছেন। প্রদীপ বাবু বলেন যে বিধায়ক হবার সময় থেকেই শিলাদিত্য দেব সবসময় এমন চূড়ান্ত সাম্প্রদায়িক মন্তব্য করে বেড়ান। মুসলমানদের প্রতি বিষোদগার করাই তার অন্যতম কাজ এবং সম্ভবতঃ এই কাজের জন্যই তাঁকে বিজেপি দলে রাখা হয়েছে।
প্রদীপ বাবু বলেন এবারে বরাকে এসে তিনি যেসব মন্তব্য করেছেন তাতে মনে হচ্ছে তিনি এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে এসেছেন। বিডিএফ মুখ্য আহ্বায়ক বলেন যে বরাক উপত্যকা শান্তির দ্বীপ। এখানে হিন্দু, মুসলিম, খ্রীস্টান, বাঙালি,জনজাতি সবাই একসাথে শান্তিতে বসবাস করছেন। বিভাজনের বহুচেষ্টা সচেতন জনগন এখানে প্রতিহত করে আসছেন। তাই শিলাদিত্য দেবের এইধরণের অপচেষ্টা বরাক বাসী কোন অবস্থায় মেনে নেবেননা।
প্রদীপ বাবু আরো বলেন যে শিলাদিত্য দেব যদি এতই হিন্দু দরদী হয়ে থাকেন তবে এনার্সিতে যে বারলক্ষ হিন্দু বাঙালি বাদ পড়েছেন, যাদের আধার কার্ডকে এতোদিন ধরে অকেজো করে রাখা হয়েছে তাদের সম্পর্কে সম্পূর্ণ নীরব কেন ? তার দল বাঙালি হিন্দু দের স্বার্থে নাগরিকত্ব সংশোধনী বিল উভয় সংসদে পাশ করিয়েও বছরের পর বছর ধরে বাস্তবায়ন করেনা – এই ব্যাপারে তাঁর কোন বক্তব্য নেই কেন ?
যখন নির্দোষ বাঙালি হিন্দু দের বারবার ডি নোটিশ দেওয়া হয় তখন তিনি মুখে কুলুপ এঁটে বসে থাকেন কেন ? আসামের সরকারি চাকরিতে বাঙালি হিন্দু প্রার্থীদের ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হলে তার প্রতিক্রিয়া পাওয়া যায় না কেন ? প্রদীপ বাবু চাঁচাছোলা ভাষায় এদিন শিলাদিত্য দেবকে বরাকে এসে এসব দালালি না করে বরং ব্রহ্মপুত্র উপত্যকার আশি লক্ষ বাঙালির স্বার্থে মনোযোগ দেবার পরামর্শ দিয়েছেন।
বিডিএফ মুখ্য আহ্বায়ক আরো বলেন যে শিলাদিত্য দেব এখানে এসে বলেছেন যে বরাকের বাঙালি হিন্দুরা নাকি দুর্ভোগে রয়েছেন কারণ অভারতীয়রা তাঁদের আতঙ্কে রাখছেন। প্রদীপ বাবু বলেন যে ব্যাক্তি বাঙালি হয়ে একাদশ শহিদের আত্মত্যাগকে ভুলে যাবার পরামর্শ দেন,ভাষা শহিদ স্টেশন নামকরণ হলে বরাক ব্রহ্মপুত্র বিভাজন বেড়ে যাবে বলে মন্তব্য করেন তাঁকে বরাক বাসী কখনোই মান্যতা দেবেননা। এক লাখ তো দুরস্থান দশ হাজার লোক নিয়ে বরাকে মিছিল করারও তাঁর মুরোদ হবেনা। তাই বরাকের ব্যাপারে আগামীতে নাক না গলাতে শিলাদিত্য দেবকে এদিন পরামর্শ দিয়েছেন বিডিএফ মুখ্য আহ্বায়ক।
বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।