শিলচর | শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এ আই ডি এস ও’র কর্মীরা

2 - মিনিট |

সংগঠনের পক্ষ থেকে কাছাড় জেলার প্রতিটি স্কুল, কলেজের শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে দুপুর দু’টা থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শুক্রবার শিলচরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুর্তির সামনে শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এ আই ডি এস ও’র কর্মীরা। সংগঠনের পক্ষ থেকে কাছাড় জেলার প্রতিটি স্কুল, কলেজের শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে দুপুর দু’টা থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেখানে সংগঠনের কর্মী, সমর্থকেরা শিক্ষক নিয়োগের দাবিতে দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকে। সংগঠনের জেলা সম্পাদক গৌর চন্দ্র দাস ও কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ তাদের বক্তব্যে বলেন যে কাছাড় জেলার বেশিরভাগ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের অভাব রয়েছে।

কাছাড় কলেজের পদাৰ্থ বিজ্ঞান বিভাগে একজনও নিয়মিত শিক্ষক নেই। অথচ সেই বিভাগে প্রচুর সংখ্যক ছাত্র ছাত্রী রয়েছে। একইভাবে অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও বেশিরভাগ শিক্ষকের পদ শূন্য রয়েছে। জেলার বহু স্কুলে বিজ্ঞানের শিক্ষক ইংরেজি পড়াচ্ছেন আবার অনেক স্কুলে বাংলার শিক্ষক বাধ্য হয়ে অংকের ক্লাস নিচ্ছেন। ফলে ছাত্র ছাত্রীরা উপযুক্ত জ্ঞান আহরণ থেকে বঞ্চিত হচ্ছে এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে।

সরকার ছাত্র ছাত্রীদের সংখ্যা কম থাকার অজুহাতে রাজ্যের প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এবং আরও বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে রয়েছে। অথচ ছাত্র ছাত্রীদের পড়ানোর জন্য যদি শিক্ষক না থাকে তাহলে অভিভাবকরা কী ভরসায় তাদের সন্তানদের সেখানে পাঠাবেন। শিক্ষার ব্যবসায়ীকরণ ও ব্যাক্তিগতকরণের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি, ২০২০ রাজ্যে বলবৎ করতে গিয়ে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নীত করার যে ঘোষণা করছে তা যে সত্যর অপলাপ ছাড়া আর কিছু নয় তা এই ঘটনা থেকেই স্পষ্ট।

সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে সবচেয়ে জরুরী শিক্ষক নিয়োগ অথচ সরকারের এক্ষেত্রেই চরম অনীহা ও উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ করা না হলে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী প্রদান করা হয়।

শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন

KRC TIMES | Promotional

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *