শিলচর | শ্রীশ্রী অম্বিকেশ্বর শিব মন্দির বার্ষিক উৎসব সম্পন্ন

< 1 - মিনিট |

ভক্তিমূলক গান, শ্রীশ্রী শিবের যথাশক্তি পূজা, ফল মিষ্টি নিবেদন সহ আরত্রিকের মাধ্যমে উৎসবের সমাপন হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শ্রীশ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বার্ষিক উৎসব একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।সভাপতি সুশীল কুমার কর ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান,২০০৭ সালের শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রারয়দিনে শ্রী শ্রী অম্বিকাশ্বর শিব মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছিল। তারপর থেকে প্রতিবছর উল্টো রথযাত্রা তথা ফেরা রথযাত্রার দিন মন্দিরের বাৰ্ষিক উৎসব উদযাপন করা হয়।

এদিন অম্বিকাশ্বর শিব মন্দির পরিচালনা কমিটি এবং বেঙ্গলী ফরোয়ার্ড ক্লাবের সহযোগিতায় সকাল আটটা থেকে পূজার্চনা শুরু হয়। তারপর সঙ্কল্প ঘটস্থাপন, দ্বারদেবতার পূজা, পঞ্চদেবতার পূজা, উপচার নিবেদন প্রভৃতি সম্পন্ন করে ভক্তদের পুষ্পাঞ্জলি প্রদান এবং হোম শান্তি ভোগ নিবেদন পূর্ব্বক প্রসাদ বিতরণ করা হয়।

এছাড়া বিকেল ৪ টায় ভক্তিমূলক গান, শ্রীশ্রী শিবের যথাশক্তি পূজা, ফল মিষ্টি নিবেদন সহ আরত্রিকের মাধ্যমে উৎসবের সমাপন হয়। সন্ধ্যা ৭ টায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। তিনি বলেন, মন্দির কমিটির কর্মকর্তা, বেঙ্গলী ফরোয়ার্ড ক্লাবের সদস্যরা পূজায় সহযোগিতায় ছিলেন ।

শিলচর থেকে দীপ দেবের প্রতিবেদন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *