সচেতনতার মাধ্যমে আমরা প্রকৃতি ও পরিবেশকে সুন্দর রাখতে পারি
শিলচর : প্রতি বছরের ন্যায় এবারও শিলচর চিরুকান্দি রোডস্থিত শ্রী শ্রী ভৈরব সংস্কৃত বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান অধ্যাপিকা পূরবী ভট্টাচার্য্য পরিচালনায় স্কুল প্রাঙ্গনে বেশ কয়েকটি বৃক্ষ রোপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অনন্ত বিজয় ভট্টাচার্য্য বক্তব্যে বলেন ,৫ জুন পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত মান উন্নয়নে বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার লক্ষ্যে পালন করা হয় দিবসটি। প্রতি বছরই এ দিবসটি আলাদা প্রতিপাদ্য নিয়ে পালিত হয়ে আসছে।পরিবেশ সুরক্ষায় প্রয়োজন সচেতনতা। সচেতনতার মাধ্যমে আমরা প্রকৃতি ও পরিবেশকে সুন্দর রাখতে পারি। এর ফলে বাঁচবে পৃথিবী, বাঁচবে মানবজাতি। এজন্য প্রয়োজন পরিবেশবান্ধব চিন্তা-চেতনা। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক বিশ্ব জ্যোতি গোস্বামী, শিক্ষিকা নুপুর চক্রবর্তী, শ্যামল ভট্টাচার্য্য প্রমূখেরা।