শিলচর | সেপ্টেম্বর মাসে পাঞ্জাব ন্যাশনেল বেংক পরিচালিত প্রশিক্ষণ কর্মশালা ও ঋন সহায়তার বিশেষ মেলা আয়োজন হবে

2 - মিনিট |

সেপ্টেম্বর মাসে পাঞ্জাব ন্যাশনেল বেংক পরিচালিত প্রশিক্ষণ কর্মশালা ও ঋন সহায়তার বিশেষ মেলা আয়োজন হবে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : চলতি সেপ্টেম্বর মাসে পাঞ্জাব ন্যাশনেল বেংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র পিএনবি আরসেটি কাছাড়ে বিভিন্ন ধরনের বিনামূল্যের ইডিপি প্রশিক্ষণ কর্মশালা ও কৌশলপঞ্জী অনলাইন স্কিল রেজিস্ট্রেশন ও ক্রেডিট সাপোর্ট অভিযান। বেকার যুবক যুবতীরা সম্পুর্ন বিনামূল্যের সুবর্ন সুযোগ।  

ভারত সরকারের গ্ৰাম উন্নয়ন মন্ত্রণালয় ও রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্ৰামউন্নয়ন মন্ত্রণালয় সহ ডে এন‌আর‌এল‌এম এর স্কিল ও এন্টারপ্রেনরশিপ ডেভলাপমেন্ট এর অভিলাষী প্রকল্প হচ্ছে আরসেটি প্রশিক্ষণ কেন্দ্র। সমগ্ৰ দেশের মধ্যে প্রতিটি জিলায় লিড বেংক তথা অগ্ৰনী বেংক দ্ধারা পরিচালিত হচ্ছে আরসেটি তথা গ্ৰামীন স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প। 

আর আমাদের উপত্যকার লিড বেংক তথা পাঞ্জাব ন্যাশনেল বেংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র পিএনবি আরসেটি কাছাড়ে চলতি মাসে মেগা স্কিল ও এন্টারপ্রেনরশিপ ডেভলাপমেন্ট প্রোগ্ৰাম সহ ক্রেডিট লিংকেজ ড্রাইব প্রোগ্ৰাম আয়োজিত হবে।ছয়  সেপ্টেম্বর থেকে চলবে এই বিষয়ে অভিযান এতে বরাক উপত্যকার কাছাড় ও হাইলাকান্দির আত্মসহায়ক দলের কর্মী সহ বেকার যুবক যুবতীরা আরসেটি প্রদত্ত সল্পকালীন বিনামূল্যের বিভিন্ন ধরনের ইডিপি তথা এন্টারপ্রেনরশিপ ডেভলাপমেন্ট প্রোগ্ৰাম বা উদ্যমি মনোভাব প্রসার প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে পারবেন।

এই ইডিপি প্রশিক্ষণ কর্মশালায় ধুপকাটি ও মোমবাতি তৈরি, ফাষ্ট ফুড এন্ড কেইক মম, বেকারি প্রোডাক্ট তথা ফুড প্রসেসিং, বিভিন্ন ধরনের কাপড়ের ব্ ও জোট ব্যাগ ও হস্তশিল্পের সামগ্ৰী তৈরি সহ এডভানস কাটিং ও টেইলারিং, কষ্টিউম জুয়েলারী ও সফট টয়েজ তৈরি, জিরিয়েট্রিক কেয়ার টেকার বা পেশেন্ট কেয়ার তথা ফাষ্ট এইড হেল্থ কেয়ার কর্মী, কৃষি উদ্যামি, কৃষি সম্প্রসারণ ইডিপি এর আওতায় লকেল হাঁস মুরগি পালন পোল্ট্রি, ডাইরি ফার্ম ও ভার্মি কম্পোষ্ট,  নার্সারি মেনেজমেন্ট, ছাগল পালন, ফিসারী ও বায়োফ্লক মাছ চাষ, গ্ৰীন হাউস ও শেড নেট ফার্ম , সোপ কিপার, জেনারেল ইডিপি, মাইক্রো এন্টারপ্রেনর ইত্যাদি এর বিষয়ে ইডিপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

ইচ্ছুক আত্মসহায়ক দল বা এস‌এইচজি দলের মহিলা বা এস‌এইজি পরিবারের যুবক সদস্য সহ কাছাড় ও হাইলাকান্দির বেকার যুবক যুবতীরা অংশ নিতে পারবেন। সম্পুর্ন বিনামূল্যে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এই মেগা স্কিল ও এন্টারপ্রেনরশিপ ও ক্রেডিট সাপোর্ট অভিযানে অংশ নিতে হলে শিলচরের ন্যাশনেল হাইওয়ের পুরাতন সানলিট হসপিটাল বিল্ডিং স্থিত পিএনবি আরসেটি কাছাড়ের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন।

বিস্তারিত জানতে  0 3842 296 223 এই ফোন নং যোগাযোগ করতে পারেন। সল্পকালীন বিনামূল্যের ইডিপি প্রশিক্ষণ কর্মশালায় সফল অংশগ্রহণ করলে ন্যাশনেল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (এন‌এসকিউএফ) সার্টিফিকেট ও প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ও ডিআইসিসি এর ভর্তুকি যুক্ত বা সাবসিডিযুক্ত  পিএম‌ইজিপি সহ অন্যান্য সরকার প্রদত্ত ঋন যোজনায় আবেদন করতে বাধ্য‌তামুলক ইডিপি ( এন্টারপ্রেনরশিপ ডেভলাপমেন্ট প্রোগ্ৰাম) সার্টিফিকেট প্রদান করা হবে।

এছাড়া প্রশিক্ষণের শুরুতেই কৌশল পঞ্জী অনলাইন স্কিল রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের শেষ দিনেই ভারত সরকারের গ্ৰাম উন্নয়ন মন্ত্রণালয় এর বিশেষ পদক্ষেপ অনুয়ায়ী অভিন্ন আরসেটি কোড এর আওতায় ঋনের আবেদন সহ ঋন লাভের পদক্ষেপ গ্রহণ করা হবে। আরসেটি তথা গ্ৰামীন স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্রে নুন্যতম ছয় দিনের কোর ইডিপি প্রশিক্ষণ এর ব্যাবস্থা আছে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে থাকা ও খাওয়ার সুযোগ বিনামূল্যে প্রদান করা হয়।

পড়ালেখা জানলেই হবে কোন শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র থাকার দরকার নেই এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে। ফেমিলি রেশন কার্ড বা ফেমিলি জব কার্ড বা ফেমিলির প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এর লিষ্ট নাম থাকার প্রমান পত্র বা পরিবারে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমার আওতায় থাকার প্রমান পত্র বা পরিবারে কেউ এন‌আর‌এল‌এম এস‌এইচজি বা আত্মসহায়ক দলের আওতায় থাকার প্রমান পত্র বা গ্ৰাম পঞ্চায়েত কতৃক প্রদান করা পরিবারের জন্য বিপিএল সার্টিফিকেট এর মধ্যে যে কোন একটি প্রমাণ পত্র জমা দিতে হবে আবেদন করার সময়। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *