সঙ্গে দুই জন ড্রাগস্ ব্যবসায়ীকে আটক করে কাছার পুলিশ
শিলচর : শনিবার রাতে কাছাড় পুলিশ এক অভিযান চালিয়ে শিলচরের সোনাইয়ের সৈদপুর কাটাগাছ তলা থেকে বৃহৎ পরিমাণে হিরোইন বাজেয়াপ্ত করেছে।আজ কাছাড়ের পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ শিলচর সোনাইয়ের সৈদপুর কাটাগাছ তলা এক অভিযান চালিয়ে ড্রাগস্ ব্যবসায়ীর ঘর থেকে বৃহৎ পরিমাণে হেরোইন উদ্ধার করে।
সঙ্গে দুই জন ড্রাগস্ ব্যবসায়ীকে আটক করে।ড্রাগস ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১৪৩ টা সাবানের বাক্স থেকে ২ কেজি ২০০ গ্রাম হিরোইন জব্দ করতে সক্ষম হয় কাছার পুলিশ।আটক করা ড্রাগস্ ব্যবসায়ী একজনের নাম হলো হাকিম ইসলাম অন্যজনের নাম হলো ফজল লস্কর।পুলিশ সুপার জানান হিরোইনের বাজার মূল্য ১৫ কোটি টাকার।পুলিশ সুপার আরও বলেন ড্রাগসের ঘাটিকে উৎখাত করতে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।আটক করা ড্রাগস ব্যবসায়ীদের সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকে অতিসত্বর আটক করে জেলে প্রেরণ করা হবে বলে জানান।পুলিশ সুপার বলেন ড্রাগস ব্যবসায়ী দুজন সবজির বেগে লুকিয়ে হিরোইন পাচার করছিল।