বিধায়ক কে প্রাণে মারার এবং নানা ভাবে গালিগালাজ করেন তুষার রায় , স্নিগদ্বা দে , দেবজিৎ পাল এই তিনজন
শিলচর : সোশ্যাল মিডিয়ায় শিলচরের বিধায়ক কে প্রাণে মারার হুমকি থানায় মামলা ৩ জনের বিরুদ্ধে । গত মঙ্গলবার পিংকি রায়ের হত্যা নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে সে বিষয়ে বিধায়ক কে প্রাণে মারার এবং নানা ভাবে গালিগালাজ করেন তুষার রায় , স্নিগদ্বা দে , দেবজিৎ পাল এই তিনজন।
শনিবার শিলচরের কয়েকজন জনগণ সাংবাদিক সম্মেলন করে জানান সেদিনের ঘটনা নিয়ে বিধায়ক ওই পরিবারের সাথে যোগাযোগ করেছেন। কিন্তু এভাবে একজন প্রতিনিধি কে এভাবে প্রকাশ্য ফেসবুকে গালি দেওয়া মুঠেই টিক নয়। তারা জানান পুলিশ ইতিমধ্যে এই তিনজন কে গ্রেফতার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন শিবা দেব জয়দীপ রায়, প্রাণেশ দে নারু সেন আনন্দ দাস সূজয় সূত্রধর ।