একশো হাঁত লম্বা ত্রিরঙ্গা পতাকা নিয়ে প্রায় ১০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ১২০ জন জোওয়ানেরা জনসাধারণের মধ্যে স্বাধীনতা দিবস পালন করেন
শিলচর : শনিবার সকাল ছয়টা থেকে কাশিপুর স্থিত ১৪৭ সি.আর.পি.এফের উদ্যোগে আগামী ১৫ আগস্ট স্বাধীনতার ৭৭ বছর পূর্তি উপলক্ষে আজাদী কা মহোৎসব উৎযাপাদন কেন্দ্র করে সি. আর.পিএফের জওয়ানেরা সাধারণ মানুষের সজাগতার উদ্দেশ্যে এক বিরাট পদযাত্রা রেলির আয়োজন করেন।
এই রেলিটিতে অংশগ্রহণকারী সি.আর.পি.এফের জওয়ানেরা আজাদী কা মহোৎসব স্লোগান দিয়ে কাশিপুর ১৪৭ সিআরপিএফ ক্যাম্প থেকে বের হয়ে শিলচর তারাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়, একশো হাঁত লম্বা ত্রিরঙ্গা পতাকা নিয়ে প্রায় ১০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ১২০ জন জোওয়ানেরা জনসাধারণের মধ্যে স্বাধীনতা দিবস পালনের বিষয়ে সজাগতা করেন।
রেলি শেষ করে সেদিন কাশিপুর ১৪৭ সি.আর.পি.এফ ডেপুটি ক্যাম্প কমান্ডার অরবিন্দ কুমার চৌবে উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সমগ্র দেশে আজাদীকা অমৃত মহোৎসব স্বাধীনতা দিবস যেন প্রতিটি ঘরে পালন করার পরামর্শ দেওয়া হয় এবং দেশের স্বাধীনতার জন্য শহীদদের স্মরন করা হয়,এই জন্য সি.আর.পি.এফ জওয়ানদের পদযাত্রা রেলির আয়োজন করা হয়েছে। সেদিন অন্যান্যদের মধ্যে সম্মাণিত অতিথি হিসেবে সি.আর.পি.এফের ডি.আই.জি.পি হরপাল সিংহ উপস্থিত ছিলেন ইন্সপেক্টর রবিন্দর জে, ইন্সপেক্টর পিনাকী চক্রবর্তী , এ.এম. বড়ভূঁইয়া,সহ আরো কর্মরত সি.আর.পি.এফ জওয়ানেরা।
শিলচর থেকে দ্বীপ দেবের রিপোর্ট