প্রায় চার -পাঁচ হাজার ভক্তদের ঢল নেমেছে উৎসবকে কেন্দ্র করে
শিলচর : শনিবার শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬ তম শুভ জন্মদিবস পালনে দেশ-বিদেশের সব সৎসঙ্গ মন্দির, সৎসঙ্গ বিহার, কেন্দ্র মন্দিরে মহা ধুমধামে জন্ম উৎসবটি পালিত হচ্ছে।শিলচর সৎসঙ্গ বিহারে আজকের গরম আবহাওয়ার মধ্যে সকালের নিয়মিত বিনতি প্রার্থনা করেই সকাল ৭.০৫ মিনিটে ১৩৬ তম শ্রীশ্রী ঠাকুরের জন্মলগ্ন ঘোষণা শঙ্খধ্বনি, নানান বাদ্যযন্ত্র ও ‘বন্দেপুরুষত্তম্’ ধ্বনিতে বিহার প্রাঙ্গন ছিল উৎসব মুখর পরিবেশ।
মন্দিরের বাহিরে উৎসবের জন্য ব্যবসায়ীদের নানা রকমে দোকানে শ্রীশ্রী ঠাকুরের ফোট ও বই পত্রের দোকান বসতে দেখা যায়। প্রায় চার -পাঁচ হাজার ভক্তদের ঢল নেমেছে উৎসবকে কেন্দ্র করে। প্রতিটি আবাল – বৃদ্ধ-বনিতা সুশৃঙ্খল ভাবে আনন্দে মাতহারা ছিল। উৎসব মুখর পরিবেশ যেন এক সূত-তে বাঁধা ছিল।
বিকেলে সন্ধ্যাপ্রার্থনা ৫.২২ মিনিট হওয়ার পরে নিয়মিত শ্রীশ্রী ঠাকুর প্রনাম, শ্রীশ্রী বড়মা,শ্রীশ্রীবড়দা,ও বতর্মান আচার্য্য প্রনাম পর্ব শেষ করে, নামজপ, ধর্মগ্রন্থাদি পাঠ, শ্রীশ্রী ঠাকুরের আরতী করা হয়। ঠিক ৬.৩০ মিনিটে সৎসঙ্গ শুরু হয় সময় মাফিক। বৃষ্টি ছিল বিকেলের দিকে।
তবুও ভক্তদের উপস্থিতি প্রচুর ছিল । দূপরে ভাণ্ডারাতে প্রসাদ বিতরণ হয়ে ছিল। মাতৃ সম্মিলন দূপুর ১১ টায় হয়ে গিয়েছিল । গান-বাজনা,কীর্ত্তন ও শ্রীশ্রীঠাকুরের বানী নিয়েও আলোচনা করা হয়। বিকেলের সৎসঙ্গে প্রার্থনা,গান-কীর্ত্তন ও আলোচনার পর ‘জয় রাধে ‘ গানের পর “বন্দেপুরুষোত্তম্” ধ্বনি দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়েছে জানান উৎসব কমিটির সম্পাদক অনুপ কুমার বিশ্বাস।
শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন
KRC TIMES | Promotional