গ্রেফতার করা হয়েছে ধলাই থানা এলাকার ভাগাবাজারের বাসিন্দা মিসবাহ উদ্দিন বড়ভূঁইয়ার পুত্র পারভেজ হোসেন বারভূইয়াকে
শিলচর : বিপুল পরিমাণের মাদক সামগ্রী হেরোইন বাজেয়াপ্ত করার পাশাপাশি দুজনকে গ্রেফতার করলো কাছাড় পুলিশ।গোপন তথ্যের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশের ধলাই ও কচুদরম থানা এলাকায় দুইজন অবৈধ মাদক সর্বরাহিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।গ্রেফতার করা হয়েছে ধলাই থানা এলাকার ভাগাবাজারের বাসিন্দা মিসবাহ উদ্দিন বড়ভূঁইয়ার পুত্র পারভেজ হোসেন বারভূইয়াকে।
এছাড়া কচুদরম থানা এলাকার বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা কুতুব উদ্দিনের পুত্র ইজাজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। যদিও দুটি পৃথক পৃথক ভাবে তাদের দুজনকে আটক করার গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে কাছাড় পুলিশ তবুও কাছ থেকে বাজেয়াপ্ত করা ২৭ টি সাবানের বাক্সে ৮০১..২৯ গ্রাম সন্দেহ জনক মাদক হেরোইন উদ্ধারের পাশাপাশি একটা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে।
যেহেতু ধলাই থানার ইন্সপেক্টর ওসি মনোজ বরুয়ার নির্দেশে ধলাই থানার আওতাধীন লায়লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নৌছেং সিয়াম সদলবলে অভিযানে নেমে কিছু হেরোইন বাজেয়াপ্ত করেছেন। হেরোইন গুলো মিজোরামের দিকথেকে নিয়ে আসছিল পাচারকারী। তাহলে মিজোরামে কী অবৈধ মাদক গুলোকে কেনো মিজোরাম পুলিশ করায়ত্ব করতে পারেনা । একটা প্রশ্ন চিহ্ন থেকেই গেলো।