১৮ সেপ্টেম্বর এই সার্বজনীন শ্রীশ্রী গণেশ পূজার শুভ উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দ মহারাজ
শিলচর : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর অম্বিকাপট্টি স্থিত হ্যাপি বয়েজ ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর অবধি চলবে সার্বজনীন শ্রীশ্রী গণেশ পূজা। সেদিন হ্যাপি বয়েজ ক্লাবের সভাপতি দেবারুন সেনগুপ্ত সার্বজনীন শ্রী গণেশ পূজা অনুষ্ঠানসূচি সম্পর্কে বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর এই সার্বজনীন শ্রীশ্রী গণেশ পূজার শুভ উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দ মহারাজ,
পরবর্তী সময়ে পূজা চলাকালীন তিন দিনব্যাপী দুপুর থেকে রাত অবধি উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরন করা হবে,সেই সঙ্গে অম্বিকেশ্বর শিব মন্দির থেকে শুরু করে শশ্মাণ রোড দূর্গা মন্দির পর্যন্ত করা হবে বিভিন্ন ধরনের লাইট দিয়ে আলোকসজ্জা সহ আরো বিভিন্ন সনাতন ধর্মীয় মাধ্যমে চলবে শ্রীশ্রী গণেশ পূজা। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অভিজিৎ সরকার,সম্পাদক রোহণ রায়, সহ-সম্পাদক রিমু দাস, কোষাধ্যক্ষ বিশাল মিশ্র, আকাশ দাস সহ আরো অন্যান্যরা।
শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন
KRC TIMES | Promotional