শিলচর | ১২ তম জাতীয় ভবিনাম মার্শাল আর্টস প্রতিযোগীতায় আসাম ১৪ টি পদক জয়ী

< 1 - মিনিট |

গত ২৩ থেকে ২৬ আগস্ট অবধি গুয়াহাটি নেহেরু স্টেডিয়ামে চলে আসা জাতীয় ভবিনাম মার্শাল আর্টস প্রতিযোগীতায় আসাম দল ১৪ পদক জয়ী হয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : গত ২৩ থেকে ২৬ আগস্ট অবধি গুয়াহাটি নেহেরু স্টেডিয়ামে চলে আসা জাতীয় ভবিনাম মার্শাল আর্টস প্রতিযোগীতায় আসাম দল ১৪ পদক জয়ী হয়েছে।

এতে সোনার পদক জয়ী রিয়াংশী দাস(১৮ কেজি), পাঙ্কুড়ি সরকার(৫০কেজি), সুব্রত সিনহা(৫৫কেজি), অভয় দে২৭ (কেজি),রূপার পদক জয়ী সুদিবি সিনহা(৪০কেজি),জুই দাস(৪৩ কেজি),দীপিকা নন্দী(৬০ কেজি), শুভ্রজিৎ সিনহা(৫৫ কেজি),তিসু দাস লস্কর(৫৫ কেজি), ব্রোঞ্জের পদক জয়ী স্বর্ণা দাস, দাকসিতা বোস(২৩ কেজি),শুভ্রজিৎ সিনহা,সোনার পদক জয়ী উত্তম দাস(৪৬ কেজি), ব্রোঞ্জের পদক জয়ী গৌতম সিং ছেত্রী(৫০ কেজি),রূপার পদক জয়ী সুব্রত রায় (৪০ কেজি)প্রমূখেরা।

এই ১২ তম ভবিনাম মার্শাল আর্টস প্রতিযোগীতায় কোচ হিসেবে ছিলেন রামজয় দাস ও সহযোগী দীপিকা নন্দী প্রমুখেরা।

শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *