এদিন প্যারেডের মাধ্যমে স্যালুট দিয়ে সম্মাণ জানানো হয়
শিলচর : বৃহস্পতিবার সকাল নয়টা থেকে কাছাড় জেলার কাশীপুর স্থিত ১৪৭ তম সি.আর.পি.এফ ক্যাম্পে সি.আর.পি.এফের ৮৫ তম স্থাপনা পালন করা হয় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে। এদিন প্যারেডের মাধ্যমে স্যালুট দিয়ে সম্মাণ জানানো হয়। পরবর্তীতে সি.পি.এফ সৈনিক সম্মেলনর আয়োজন করা হয়। ১৪৭ সি.আর.পি.এফ কামান্ডার ব্রোনো এ সংবাদ মাধ্যমকে জানান,১৯৩৯ সালের ২৭ জুলাই রিজাভ পুলিশ ফোর্স গঠন করা হয়েছিল, পরবর্তিতে পুণরায় ১৯৪৮ সালের ২৮ ডিসেম্বর নামকরণ হয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নামকরণ করা হয়।
ভারতের সবকয়টি প্রান্তে দেশকে ও দেশবাসীকে সুরক্ষার জন্য সি.আর.পি.এফের জওয়ানেরা কাজ করে যাচ্ছেন।আজকে এই দিনে দেশের জন্য শহীদ হওয়া প্রত্যেক জোওয়ান সহ তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেদিন অন্যান্যদের মধ্যে ডেপুটি কমান্ডার রাকেশ কুমার শর্মা, রবীন্দ্র জে, পিনাক চক্রবর্তী সহ আরো অন্যান্য জোওয়ানেরা মিলে বৃক্ষ রোপন করেন এবং সেই সঙ্গে কাছাড় জেলার সকল স্তরের নাগরিকদেরকে শুভেচ্ছা জানান।
শিলচর থেকে দীপদেবের রিপোর্ট