এই স্বাস্থ্য শিবিরে শিলচরের সুপরিচিত বিভিন্ন সুপার স্পেশালিস্ট ডাক্তাররা রোগীদের চিকিৎসা করবেন, পরামর্শ দেবেন
শিলচর : বিগত ১২ জুলাই ছিল সায়ন্তনের জন্মদিন, সেই উপলক্ষে আগামী ১৫ জুলাই শনিবার সকাল ১১ টা থেকে সায়ন্তনের স্মৃতিতে থাউজেন্ড সায়ন্তন দল রেডক্রস সোসাইটি কাছাড়ের সহযোগিতায় শিলচর রেডক্রস বিল্ডিং প্রাঙ্গনে এক মাল্টি সুপার স্পেশালিটি স্বাস্থ্যশিবিরের আয়োজন করেছেন। এই স্বাস্থ্য শিবিরে শিলচরের সুপরিচিত বিভিন্ন সুপার স্পেশালিস্ট ডাক্তাররা রোগীদের চিকিৎসা করবেন, পরামর্শ দেবেন। রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০ টাকা ধার্য করা হয়েছে।
এই মাল্টি সুপার স্পেশালিটি স্বাস্থ্য শিবিরে যেসব ডাক্তাররা চিকিৎসা করবেন তারা হলেন, প্রসিদ্ধ নিউরোসার্জন ডা: সমুদ্ধধর, প্রসিদ্ধ নিউরোসার্জন ডা: রত্নদ্বীপ বসু, প্রসিদ্ধ কার্ডিওলজিস্ট ডা: তীর্থঙ্কর রায়, প্রসিদ্ধ কার্ডিওলজিস্ট ডা: রাজকুমার ভট্টাচার্য, প্রসিদ্ধ গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডা: জাহিদ জুবের। এছাড়াও থাকবেন নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা: অনির্বাণ সিনহা, ফুসফুস ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা: অপরাজিত কর, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা: অপরাজিতা চক্রবর্তী, শিশুরোগ বিশেষজ্ঞ ডা: সমৃতা চক্রবর্তী ও আরো অনেকে।
থাউজেন্ড সায়ন্তনের পক্ষ থেকে বলা হয়েছে, যারা এই মাল্টি সুপার স্পেশালিটি স্বাস্থ্য শিবিরে পরামর্শ নিতে চান, রোগী দেখাতে চান তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব নিম্নে দেওয়া টেলিফোন নম্বরে যোগাযোগ করেন, ৯৭০৬১৫৪৩৯৯, ৯৭০৬৩৩৬৭৫১, ৭০০২১২২৫৪৮ ।