সংবর্ধিত চার কোচ হলেন, পার্থ দেব, শুভাশিস চক্রবর্তী, নিতাই পাল এবং পার্থপ্রতীম দেব
উধারবন্দ : জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় উপত্যকার চার টেবিল টেনিস কোচকে সংবর্ধিত করল উধারবন্দ টেবিল টেনিস ক্লাব। এদিন সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বরাক উপত্যকার এই চার আইটটিএফ অনুমোদনপ্রাপ্ত কোচকে এই অঞ্চলের টেবিল টেনিসের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ক্লাবের পক্ষে সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধিত চার কোচ হলেন, শিলচর ডি এস এ-র টি টি অ্যাকাডেমির পার্থ দেব ও শুভাশিস চক্রবর্তী, শিলচর ইউনাইটেড ক্লাবের নিতাই পাল এবং টেবিল টেনিস ক্লাবের পার্থপ্রতীম দেব। উল্লেখ্য টেবিল টেনিস ক্লাবের আরেক কোচ সঞ্জীব শর্মা এখন বরাকের বাইরে থাকায় তাঁকে পরবর্তীতে সম্মান জানাবে ক্লাব।
এদিন ক্লাবের দুই উপদেষ্টা সূর্যকুমার ও শর্মা পার্থ পাল, সভাপতি সোমনাথ দেব, দুই সহ সভাপতি দিবাকর দেব মজুমদার ও কৌশিক নাথ, সচিব কল্লোল দাস সহ অন্যান্যরা তাঁদের স্মারক তুলে দিয়ে সম্মান জানান।
এদিন জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ক্লাবের খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন ইভেন্টে দিনভর টি টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতেও সন্ধ্যার অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়।