শিলিগুড়িতে বনদফতরের খাঁচায় ধরা পড়ল বাঘ

< 1 - মিনিট |

গত দেড়-দুই মাস ধরে লোয়ার কাইজালিয়া এলাকায় রীতমতো তাণ্ডব শুরু করেছে চিতাবাঘের দল। পোষা ছাগল, শূকর ছাড়াও চিতাবাঘের শিকার হয়েছে কুকুরও

কে আর সি টাইমস ডেস্ক

বুধবার রাতে শিলিগুড়ির বিজনবাড়ি ব্লকের লোয়ার কাইজালিয়া এলাকায় বনদফতরের পাতা খাঁচায় একটি চিতাবাঘ ধরা পড়েছে। আর এরপরেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বনদফতরের আধিকারিকদের বক্তব্য, ওই এলাকায় এখনও ৬-৭টি চিতাবাঘ রয়েছে। সেগুলিকেও ধরার চেষ্টা করা হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত দেড়-দুই মাস ধরে লোয়ার কাইজালিয়া এলাকায় রীতমতো তাণ্ডব শুরু করেছে চিতাবাঘের দল। পোষা ছাগল, শূকর ছাড়াও চিতাবাঘের শিকার হয়েছে কুকুরও। স্থানীয় বাসিন্দা কেবি ওয়াত্তার বলেন, ‘এখানে অনেকেই চিতাবাঘ দেখেছেন। আমরা বার বার বলার পরে দুদিন আগে বনদফতর চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতে। সেই খাঁচাতেই বুধবার রাতে একটি চিতাবাঘ ধরা পড়েছে। কিন্তু আরও চিতাবাঘ এখানে আছে। তাই আমরা এই এলাকায় একাধিক খাঁচা পাতার দাবি করেছি।’ বনদপ্তরের দার্জিলিং ডিভিশন জানিয়েছে, চিতা ধরার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news