শিল্প দফতরের একটি গুরুত্বপূর্ণ নিগম নিস্ক্রিয়, অভিযোগ বিধানসভায়

< 1 - মিনিট |

বাম আমলে তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল মাইনস অ্যান্ড মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন (ডব্লুবিএমএমডিসি)। গত তিন অর্থবর্ষ ধরে সংস্থার কোনও উল্লেখ রাজ্যের বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষায় পাওয়া যাচ্ছে না। অথচ নিগমের কর্তা ও কর্মীদের বেতন বাবদ অর্থ বরাদ্দ হচ্ছে

কে আর সি টাইমস ডেস্ক

রাজ্যের শিল্প দফতরের একটি গুরুত্বপূর্ণ নিগমকে নিস্ক্রিয় করে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে এই দাবি করেন কংগ্রেসের প্রবীণ বিধায়ক নেপাল মাহাতো। 

গত ৪ ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশনে রাজ্যের যে বাজেট পেশ হয়, সেটি নিয়ে বৃহস্পতিবার অধিবেশনে আলোচনা হয়। তাতে প্রথম আলোচক হিসাবে নেপালবাবু বলেন, বাম আমলে তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল মাইনস অ্যান্ড মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন (ডব্লুবিএমএমডিসি)। গত তিন অর্থবর্ষ ধরে সংস্থার কোনও উল্লেখ রাজ্যের বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষায় পাওয়া যাচ্ছে না। অথচ নিগমের কর্তা ও কর্মীদের বেতন বাবদ অর্থ বরাদ্দ হচ্ছে। 

পুরুলিয়া-বাঁকুড়ার মত অনুন্নত জেলায় প্রচুর খনি রয়েছে। এই সব খনির গ্র্যানাইট বিখ্যাত। এই মন্তব্য করে নেপালবাবু বলেন, “রাজস্থানের মার্বেলের মতই এর চাহিদা। ২০০৬ সাল থেকে ডব্লুবিএমএমডিসি-র কাজ খনিগুলোর সম্পদ বাজারজাত করা। কিন্তু কোনও কারণে খনিগুলো অকেজো অবস্থায় ফেলে রাখা হয়েছে। আমি নিজে ওখানে পরিস্থিতি দেখতে গিয়েছিলাম। ২৭টি খনির মধ্যে কোনওক্রমে তিনটি খনিকে কাজে লাগানোর ব্যবস্থা হয়েছে। এই নিগমকে এবং খনিগুলোকে কার্যকরী না করলে ক্ষতি রাজ্যেরই। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news