শীঘ্র এনএফ রেলের অধীনে শিলচরকে ডিভিশনে উন্নীত করতে চলেছে ভারতীয় রেল

< 1 - মিনিট |

ডিমা হাসাও, বরাক উপত্যকায় রেলের বিস্তার চলছে জোরকদমে

কে আর সি টাইমস ডেস্ক

শীঘ্রই ভারতীয় রেল বিভাগ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে শিলচরে একটি নতুন ডিভিশন করতে চলেছে। এ-নিয়ে রেল বিভাগ ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে বলে এনএফ রেলওয়ে সূ্ত্রের এক খবরে জানা গেছে। 

প্রাপ্ত খবরে প্রকাশ, এর জন্য প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গেছে। ভারতীয় রেল বিভাগ দেশে নতুন তিনটি রেল ডিভিশন গঠনের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করেছে। এই কমিটি সব কিছু খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবে। ওই রিপোর্টের ভিত্তিতে নতুন ডিভিশন গঠন করা হবে। রেল বিভাগ শিলচরকে ডিভিশন হিসেবে গঠন করে এর আওতায় বরাক উপত্যকার তিন জেলা, ডিমা হাসাও, ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরকে নিয়ে আসার পরিকল্পনা করেছে। বতমানে এই সব রেল স্টেশনগুলি লামডিং ডিভিশনের অধীনে চলছে। 

সবকিছু ঠিকঠাক থাকলে অচিরেই শিলচর ডিভিশনের অধীনে আসবে এই সব রেল স্টেশনগুলি। রেল বিভাগের এক সূত্রে জানা গেছে, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে অন্য স্থানের পাশাপাশি ত্রিপুরা, মিজরাম ও মণিপুরে রেলের বিস্তার দ্রুতগতিতে বাড়াচ্ছে। একই সঙ্গে ডিমা হাসাও, বরাক উপত্যকায় রেলের বিস্তার জোরকদমে চলছে। বর্তমান পরিস্থিতিতে লামডিং ডিভিশনের উপর অধিক চাপ পড়েছে। অতিরিক্ত চাপ থেকে রেহাই দিতে শিলচরকে ডিভিশন হিসেবে গঠন করার পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।  ২০১৪ সালে রেল বিভাগ শিলচরে ডিভিশন স্থাপনের কথা ঘোষণা করেছিল। তবে নানা কারণে সেটা আর বাস্তবায়িত হয়ে ওঠেনি। নতুন ডিভিশন গঠনের উদ্দেশ্যে রেল বিভাগ একটি কমিটি গঠন করেছে। এই কমিটি শিলচর-সহ জম্মু এবং গুলবার্গে নতুন ডিভিশন গঠনের পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news