অনাবৃষ্টির চেন্নাইয়ে ২৫ লক্ষ লিটার জল নিয়ে পৌঁছাল প্রথম ট্রেন

< 1 - মিনিট |

দীর্ঘদিন ধরে জলকষ্টে ভুগতে থাকা চেন্নাইয়ে জলের সমস্যা মেটাতে অবশেষে ভেলোর থেকে ওয়াগনে করে জল পৌঁছানোর কথা ঘোষণা করেছে তামিলনাড়ুর রাজ্য সরকার

কে আর সি টাইমস ডেস্ক

তামিলনাড়ুর ভেলোর জেলার জোলারপেত স্টেশন থেকে ট্রেনের ওয়াগনে করে জল নিয়ে আসা হল চেন্নাইতে। প্রায় ২৫ লক্ষ লিটার জল নিয়ে শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ চেন্নাইয়ের ভিল্লিভাক্কাম রেলওয়ে ইয়ার্ডে পৌঁছায় প্রথম ট্রেন। ভিল্লিভাক্কাম স্টেশনে এদিন উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মন্ত্রী ডি জয়কুমার এবং এস পি ভেলুমানি। দীর্ঘদিন ধরে জলকষ্টে ভুগতে থাকা চেন্নাইয়ে জলের সমস্যা মেটাতে অবশেষে ভেলোর থেকে ওয়াগনে করে জল পৌঁছানোর কথা ঘোষণা করেছে তামিলনাড়ুর রাজ্য সরকার। এদিন সকালেই জোলারপেত রেলওয়ে স্টেশন থেকে জল নিয়ে এই বিশেষ ট্রেন চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সাউদার্ন রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনটির প্রতিটি ওয়াগনে ৫০,০০০ লিটার রয়েছে।

এস পি ভেলুমানি জানান, “৫০টি ওয়াগনে করে ২.৫ এমএলডি জল আনা হয়েছে। কিলপাক্কাম জলাধারে ওই জল নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে পুরো শহরে জল সরবরাহ করা হবে।” এদিন এই প্রথম ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ার প্রসঙ্গে ভেলুমানি বলেছেন, “প্রতিটি কাজেরই একটি শুভক্ষণ হয়। আমাদের দুপুর দুটো থেকে তিনটের মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এই শুভক্ষণের জন্যই ট্রেনটি দেরিতে এসেছে।” বর্তমানে প্রতিদিন ৫২৫ মিলিয়ন লিটার করে জল সরবরাহ করা হচ্ছে চেন্নাইতে। এই প্রকল্পের জন্য সরকারিভাবে ৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই জল সরবরাহের ফলে এবার জলকষ্ট থেকে কিছুটা রক্ষা পেতে পারেন চেন্নাইবাসী, এমনটাই আশা প্রশাসন থেকে সাধারণ মানুষের। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news