বুধবার ভোরে কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে। উত্তর ভারতজুড়ে এখন চলছে শৈত্যপ্রবাহ।
প্রবল ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে। কাশ্মীরেও প্রবল ঠাণ্ডায় নাজেহাল সাধারণ মানুষ। ঠাণ্ডার পাশাপাশি জনজীবনের হাল বেহাল করেছে ঘন কুয়াশা। বুধবার ভোরে কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে। উত্তর ভারতজুড়ে এখন চলছে শৈত্যপ্রবাহ। তবে, কোনও রাজ্যেই মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। পঞ্জাব, হরিয়ানায় গত কয়েকদিন ধরেই কুয়াশার দাপট রয়েছে। সেই সঙ্গে বইছে ঠাণ্ডা হাওয়া।
কনকনে ঠাণ্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীরও। ঠাণ্ডায় জবুথবু শ্রীনগর, লেহ ও লাদাখ। মাঝেমধ্যেই হচ্ছে তুষারপাত। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। হিমাচল প্রদেশের কেলং, মানালি, কুল্লুতে এখন জাঁকিয়ে ঠাণ্ডা। উত্তরাখণ্ডেও একই অবস্থা।