ষষ্ঠ দিনে পড়ল তল্লাশি অভিযান : তিওয়ারে বাঁধ ভেঙে এখনও নিখোঁজ ৪ জন

< 1 - মিনিট |

বিগত পাঁচদিনে মহারাষ্ট্রের রত্নাগিরিতে তিওয়ারে বাঁধ ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার হয়েছে ১৯ জনের মৃতদেহ| তবে, এখনও নিখোঁজ রয়েছেন আরও ৪

কে আর সি টাইমস ডেস্ক

ষষ্ঠ দিনে পড়ল জাতীয় বিপর্য়য় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র তল্লাশি অভিযান| বিগত পাঁচদিনে মহারাষ্ট্রের রত্নাগিরিতে তিওয়ারে বাঁধ ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার হয়েছে ১৯ জনের মৃতদেহ| তবে, এখনও নিখোঁজ রয়েছেন আরও ৪ জন| রবিবারই একজনের দেহ উদ্ধার করেছিল এনডিআরএফ-এর বিশেষ টিম| রবিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত তল্লাশি চালানোর পর সাময়িকের জন্য তল্লাশি অভিযান বন্ধ রাখা হয়েছিল| এরপর সোমবার সকাল সাতটা থেকে পুনরায় শুরু হয় তল্লাশি অভিযান|

প্রসঙ্গত, প্রবল জলস্রোতে গত ২ জুলাই রাতে আচমকাই ভেঙে যায় রত্নাগিরি জেলার চিপলুন তালুকার তিওয়ারে বাঁধ| বাঁধটি ভেঙে বন্যা পরিস্থিত তৈরি হয় সাতটি গ্রামে| ভেঙে যায় নীচু এলাকার অন্ততপক্ষে ১২টি বাড়ি| জলের স্রোতে তলিয়ে যান কমপক্ষে ২৩ জন| তাঁদের মধ্যেই এখনও পর্যন্ত ১৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে| এখনও নিখোঁজ রয়েছেন আরও ৪ জন| সোমবার সকালে এনডিআরএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এখনও নিখোঁজ রয়েছেন আরও ৪ জন| ওই ৪ জনের দেহ উদ্ধার না হওয়া পর্যন্ত তল্লাশি অভিযান চলবে|’ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news