সংকট কাটাতে কার্গো বিমানে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ

< 1 - মিনিট |

পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে একাধিক দেশ থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ

কে আর সি টাইমস ডেস্ক

ভারতের পাশাপাশি পেঁয়াজের ঝাঁঝ বাড়ছে প্রতিবেশী বাংলাদেশেও। ভারতের থেকে তাদের পরিস্থিতি আরও বেশি খারপ। এই অবস্থায় পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে একাধিক দেশ থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ। শুক্রবার দেশটির অর্থমন্ত্রক জানিয়েছে জরুরিভিত্তিতে কার্গো বিমানে পেঁয়াজ আমদানি করা হবে। এরইমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ বাংলাদেশের বাজারে সরবরাহ করা সম্ভব হবে। 

খুব কম সময়ের মধ্যেই পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক হবে বলে ঘোষণা করল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। শুক্রবার বাণিজ্য মন্ত্রকে পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে ইতিমধ্যে টিসিবি’র মাধ্যমে সরাসরি তুরস্ক, এস আলম গ্রুপ মিশর, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশ থেকে জরুরিভিত্তিতে কার্গো বিমানে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এরইমধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ বাজারে সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া সমুদ্র পথে আমদানিকৃত পেঁয়াজ বাংলাদেশের পথে রয়েছে।   পাশাপাশি পেঁয়াজ নিয়ে কোনও রকম অবৈধ ব্যবসা রুখতে তত্পর রয়েছে দেশটির পুলিশ ও গোয়েন্দা বিভাগ। কেউ পেঁয়াজ অবৈধ মজুত করলে, কারসাজি করে অতি মুনাফা অর্জনের চেষ্টা করলে বা অন্য কোনো উপায়ে বাজারে পেঁয়াজের সংকট সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের বেশ কয়েকটি টিম কাজ করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার অভিযান জোরদার করেছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত দেশীয় পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news