জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে এক সারিতে ঢুকে পড়লেন নরেন্দ্র দামোদর দাস মোদী
নরেন্দ্র মোদীর হাত ধরেই ঐতিহাসিক জয়ের স্বাদ পেল বিজেপি৷ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর তখতে বসতে চলেছেন মোদী৷ একই সঙ্গে ইতিহাস তৈরি করে ফেললেন তিনি৷
এদিনের ফলাফলের পর মোদী দু’টি ইতিহাস তৈরি করেছেন৷ মোদীই প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী যিনি পরপর দু’বার এই পদে আসীন হতে চলেছেন৷ দ্বিতীয় রেকর্ডটি আরও চিত্তাকর্ষক৷ নরেন্দ্র মোদীই হতে চলেছেন তৃতীয় প্রধানমন্ত্রী যিনি পরপর দু’বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হলেন৷ এর আগে এই রেকর্ড ছিল কংগ্রেসের দখলে৷ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন৷
নেহরুর রেকর্ড বজায় রাখেন কন্যা ইন্দিরা৷ তিনিও পরপর দু’বার প্রধানমন্ত্রী হন৷ এঁরা দু’জনেই শরিক দলের সাহায্য ছাড়াই ম্যাজিক ফিগার ছুঁয়ে সরকার গঠন করেন৷ ইতিহাসের পুনরাবৃত্তি হল ২০১৯ সালে৷ তবে বিজেপির নরেন্দ্র মোদীর হাত ধরে৷ গতবারের থেকে আসনও বেড়েছে বিজেপির৷ ২০১৪ সালে ২৮২টি আসন পায় মোদীর দল৷ এবার তিনশো পার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে৷