রাজনৈতিক দলের মধ্যে বিজেপি দলের তৎপরতা লক্ষ্যনীয়
করিমগঞ্জ -আসন্ন লোকসভা নির্বাচনের এখনো আট/নয় মাস সময় বাকী থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা এখন থেকে শুরু হয়ে গিয়েছে। এই তৎপরতায় বিজেপি দলের নাম প্রথমে ওঠে এসেছে। করিমগঞ্জ আসনটি সংরক্ষণ মুক্ত হওয়াতে অন্যান্য দলের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে প্রার্থী হতে ইচ্ছুক প্রার্থী রা ওত পেতে বসে রয়েছেন। বর্তমানে লোক সভায় সংরক্ষিত এই আসনটি রয়েছে বিজেপি র দখলে। তাই সংখ্যা লঘু প্রধান এই আসন টি পুনরুদ্ধারের জন্য বিজেপি এখন থেকে তৎপর হয়ে ওঠেছে।
প্রার্থীত্বের দাবি দার দের মধ্যে বিজেপি নেত্রী শিপ্রা গুন এগিয়ে রয়েছেন। দলের কেন্দ্র ও রাজ্য স্তরে তাঁর পরিচিতির সুবিধা থাকায় তিনি আসন্ন নির্বাচনে মনোনয়ন পাবেন বলে আশাবাদী। শিপ্রার ভোটারদের মধ্যে গ্রহন যোগ্যতাও রয়েছে। এমন কি বিভিন্ন এলাকায় তিনি সংখ্যা লঘু ভোটার মধ্যেও জনপ্রিয়। যদিএ একবার তিনি দক্ষিণ করিমগঞ্জ বিধান সভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয়ের মুখ দেখেন। তবে সমস্ত বিষয় পর্যালোচনা করলে দেখা য়ায় যে একজন মহিলা প্রার্থী হিসেবে দল তাঁকেই মনোনয়ন দেবে।
কোন কোন মহল প্রাক্তন মন্ত্রী গৌতম রায় বিজেপি র টিকেটে মনোনয়ন পাবেন বলে আশা বাদী হলেও শারিরীক অসুবিধার জন্য তিনি প্রার্থী হতে পারবেন বলে মনে হয়না। আর প্রার্থী হলেও করিমগঞ্জ ও হাইলাকান্দিকে জেলা নিয়ে গঠিত এই আসনে হিন্দু ভোট এককাট্টা করতে তিনি কোন মতেই সমর্থ হবেন না বলে ওয়াকিবহাল মহলের ধারণা।