ঠাকরে জানিয়েছেন, বিলটি নিয়ে একাধিক সংশয় রয়েছে, তা সমাধান না হওয়া পর্যন্ত রাজ্যসভায় সমর্থন নয়। দেশবাসী যদি সিএবি নিয়ে চিন্তিত হয়ে থাকে। তবে সেই চিন্তা দূর করা উচিত কেন্দ্রের। দেশবাসীর প্রশ্নের উত্তর দেওয়া উচিত।
সংশয়গুলির স্পষ্ট সমাধান না হলে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিলকে(সিএবি) সমর্থন নয় বলে জানিয়েছেন শিবসেনা সুপ্রিমো তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
মঙ্গলবার উদ্ধব ঠাকরে জানিয়েছেন, বিলটি নিয়ে একাধিক সংশয় রয়েছে, তা সমাধান না হওয়া পর্যন্ত রাজ্যসভায় সমর্থন নয়। দেশবাসী যদি সিএবি নিয়ে চিন্তিত হয়ে থাকে। তবে সেই চিন্তা দূর করা উচিত কেন্দ্রের। দেশবাসীর প্রশ্নের উত্তর দেওয়া উচিত। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে উদ্ধব ঠাকরে বলেন, মতের মিল না হলেই দেশদ্রোহী বলে দেগে দেওয়া একেবার উচিত কাজ নয়। দেশের চিন্তা বিজেপি একাই করে এই ধারণা একেবারে বিভ্রান্তমূলক। এর আগে দিল্লিতে শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত জানিয়েছিলেন যে লোকসভার পর রাজ্যসভাতেও বিলটিকে সমর্থন করা হবে। শিবসেনা বরাবর জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়িয়েছে। উল্লেখ করা যেতে পারে, সোমবার নাগরিকত্ব সংশোধনী বিল থেকে বিজেপি কি নিজের জন্য ভোটব্যাঙ্ক তৈরি করতে চাইছে, সেই আশঙ্কাপ্রকাশ করে সঞ্জয় রাউত বলেন, প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলমানদের নাগরিকত্ব দিলেও আগামী ২৫ বছরের জন্য তাদের ভোটাধিকার থাকা উচিত নয়। কাশ্মীরী পন্ডিতদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছিলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করা হলে হিন্দু পন্ডিতেরা এখনও ক্যাম্পে বসবাস করছে। তাদের নিজভূমে ফেরানো উচিত।