এই অবাঞ্ছিত ঘটনায় শিলচর এনআইটির অনুষ্ঠান পরিচালনায় অপেশাদারিত্বের দিকটা সামনে আসলো
শিলচর : সংসদ রাজদীপ রায়ের অপেক্ষা করতে অনুষ্ঠান শুরুতে দেরি করায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী রঞ্জন সিংহ এন এই আই টির একটি অনুষ্ঠান থেকে চলে যান। পরে অনেক অনুরোধের পর সাড়ে আটটার সময় টিভি ফেয়ার এই অনুষ্ঠানে আসেন। কিন্তু এ ঘটনা নিয়ে এনআইটিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
গত শনিবার অনুষ্ঠান শুরুর নির্দিষ্ট সময়ে এসে পৌঁছন মন্ত্রী রঞ্জন সিং। এর আগে অবশ্য তুমি এসে জানে সে তুমি এনআইটি চত্বর ঘুরে ফিরে দেখেন। অনুষ্ঠান শুরুর সময় হয়ে গেলে তিনি সবাইকে বলেন অনুষ্ঠান শুরু করা হোক। কিন্তু উদ্যোক্তারা জানান সাংসদ রাজদীপ রায়ের জন্য অপেক্ষা করতে হবে তিনি এসে যাচ্ছেন।
তখন কেন্দ্রীয় মন্ত্রী বলেন প্রটোকল অনুযায়ী একজন সংসদের জন্য একজন কেন্দ্রীয় মন্ত্রী অপেক্ষা করতে পারে না। এভাবে হঠাৎই থেকে চলে যান কেন্দ্রীয় মন্ত্রী। তাকে অনুরোধ অনেক অনুরোধ করা হলো তিনি আসতে রাজি হননি। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তিনি এনআইটি এই অনুষ্ঠানে আসেন।
কিন্তু ততক্ষণে এর আইটি মহলে প্রচার হয়ে গেছে যে মন্ত্রী রাগ করে চলে গেছেন। এনি অবশ্য তিনি সরাসরি কিছু বলতে চাননি মিডিয়ার কাছে। তবে বিষয়টা নিয়ে বেশ জল গোলা চলছে এনআইটি মহলে। বিশেষ করে নতুন ডিরেক্টর দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে অনেকগুলো অনুষ্ঠানে এ ধরনের একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হচ্ছে।
তাই এ বিষয়টা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে রঞ্জন সিং যে পদক্ষেপটা নিয়েছেন সেটা ন্যায্য বলে মনে করছেন অনেকেই। যখন সময় হয়ে গেছে এবং কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত তখন উদ্যোক্তারা অনুষ্ঠান শুরু করে দিতে পারতেন। আর এটাই নিয়ম। কিন্তু এনআইটি ডিরেক্টর সহ কর্তৃপক্ষ সাংসদের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে বসিয়ে রাখার প্রস্তাব দিলে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। সভাপতি এটা কেন্দ্রীয় মন্ত্রীর মনে আঘাত লাগে।
সত্যি তো একজন সাংসদ কিভাবে কেন্দ্রীয় মন্ত্রীর জন্য অপেক্ষা করতে পারেন। তিনি সঙ্গে সঙ্গেই অনুষ্ঠান স্থল থেকে চলে যান। এতে বিপাকে পড়েন এনআইটি কর্তৃপক্ষ। রঞ্জন সিং হলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তাই তার আওতায় রয়েছে ভারতবর্ষের সেরা সব শিক্ষা প্রতিষ্ঠান। তারই দফতরের একটি প্রতিষ্ঠানের তিনি সংসদের জন্য অপেক্ষা করবেন এটা তো হতে পারে না। যাই হোক শেষ পর্যন্ত পরিস্থিতিটা সামাল দিতে পেরেছেন এনআইটি কর্তৃপক্ষ। কিন্তু এই অবাঞ্ছিত ঘটনায় শিলচর এনআইটির অনুষ্ঠান পরিচালনায় অপেশাদারিত্বের দিকটা সামনে আসলো।