টোলগুলিকে পুনরায় চালু করার জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সাথে আলোচনা করার কথা জানান সাংসদ
সংস্কৃত ভাষার প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন সাংসদ ডা সুভাষ সরকার। এজন্য টোলগুলিকে পুনরায় চালু করার জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সাথে আলোচনা করবেন বলে জানান সাংসদ।
মঙ্গলবার সংস্কৃত ভারতীর উদ্যোগে আয়োজিত এক সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ডা:সুভাষ সরকার বলেন এক সময় টোল গুলির মাধ্যমে সৃংস্কৃত শিক্ষা প্রদান করা হত ।বর্তমানে এই সব টোল গুলির অধিকাংশ বন্ধ ।পৌরোহিত্যে আগ্রহীরা ছাড়াও বহূ জ্ঞানপিপাসু মানুষ ও ছাত্র ছাত্রী নিয়মিত টোলে শিক্ষা গ্রহন করতেন ।এবার সংসদে ৪৭ জন সাংসদ সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করেন ।
উল্লেখ্য সুভাষবাবু তাদের অন্যতম ।সংস্কৃত ভারতীর রাজ্য সংগঠন সম্পাদক প্রণব নন্দ জানান সংস্কৃত ভাষার প্রসারে তাদের সংস্থা দেশ ব্যাপী কাজ করে যাচ্ছে ।সংস্কৃত ভাষা শেখানো, ভাষার প্রচার, এই ভাষায় কথোপকথন ইত্যাদিতে উৎসাহ প্রদান করা হয় ।তিনি জানান এই মুহূর্তে দেশের দশটি গ্রাম রয়েছে যেখানে সংস্কৃত ভাষায় কথা বলেন গ্রামবাসীরা ।তিনি বলেন বাঁকুড়ার সাংসদ ডা সুভাষ সরকার সংসদে সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করায় তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।