তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের না জানিয়ে এবং কোনও সম্মতি ছাড়াই ঋণদাতাদের কাছে যায় এবং সাড়ে চার কোটি টাকার ঋণ গ্রহণ করে
নিজের ব্যবসায়িক অংশীদারদের বিরুদ্ধে সই নকল করে সাড়ে চার কোটি টাকার ঋণ তুলে নেওয়ার অভিযোগ করলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগের স্ত্রী আরতি শেহবাগ। অভিযোগ, ব্যবসায়িক পার্টনাররা স্বামী বীরেন্দ্র শেহবাগের নাম ব্যবহার করে ঋণদাতাদের প্রভাবিত করেছেন এবং ওই ৪.৫ কোটি টাকা ঋণের চুক্তিপত্রে আরতির সই নকল করেছেন। একটি কৃষি-ভিত্তিক সংস্থার ব্যবসায়িক অংশীদার আরতি শেহবাগ, নিজের আট অংশীদারের বিরুদ্ধে না জানিয়ে ঋণ নেওয়ার অভিযোগ এনেছেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগের স্ত্রী নিজের ব্যবসায়িক অংশীদারদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন। গত মাসে পুলিশের কাছে তাঁর অভিযোগে আরতি জানান, তাঁর ব্যবসায়িক অংশীদাররা অন্য সংস্থা থেকে ৪.৫ কোটি টাকার ঋণ নেওয়ার জন্য তাঁর স্বাক্ষর নকল করে এবং পরে পেমেন্টে ডিফল্ট হয়। তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের না জানিয়ে এবং কোনও সম্মতি ছাড়াই ঋণদাতাদের কাছে যায় এবং সাড়ে চার কোটি টাকার ঋণ গ্রহণ করে। দুটি চেকও ঋণদাতাদের কাছে দেওয়া হয়েছিল। পরে ওই সংস্থা ওই পরিমাণ টাকা ফেরত দিতে ব্যর্থ হয়েছে। এরপরই পুলিশ ও আদালতের দ্বারস্থ হন আরতি শেহবাগ। আরতির অভিযোগের ভিত্তিতে পুলিশ, ভারতীয় দণ্ডবিধির ৪২ (প্রতারণা ও অসততা), ৪৬৮ (জালিয়াতি), ৪৭১ (আসল তথ্যকে জালিয়াতি নথি হিসাবে ব্যবহার) এবং ৩৪ (কমন ইনটেনশন) ধারায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করেছে। প্রসঙ্গত, ২০০৪ সালে বিয়ে হয় বীরেন্দ্র ও আরতির।