উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই নির্দেশিকার প্রেক্ষিতে যথেষ্ট অস্বস্তিতেই পড়লেন সরকারি কর্মীরা
যেভাবেই হোক সকাল ন’টার মধ্যে পৌঁছতেই হবে দফতরে| উত্তর প্রদেশের সমস্ত সরকারি কর্মী ও আধিকারিকদের উদ্দেশ্যে এমনই কড়া নির্দেশিকা জারি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| এই নিয়ম মানতে বাধ্য জেলার সমস্ত কর্মী-আধিকারিক ও পুলিশ কর্মীরাও| যদি কেউ এই নির্দেশিকা অমান্য করেন, তাহলে তাঁর বিরদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে|
এই নির্দেশিকা প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যেভাবেই হোক, জেলা ও পুলিশ আধিকারিক-সহ সমস্ত সরকারি কর্মীদের সকাল ন’টার মধ্যে দফতরে পৌঁছতে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| এই নির্দেশিকা যদি কেউ অনুসরণ না করেন, তা হলে সংশ্লিষ্ট সরকারি কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে| উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই নির্দেশিকার প্রেক্ষিতে যথেষ্ট অস্বস্তিতেই পড়লেন সরকারি কর্মীরা|