পাহাড়ি সড়কপথ থেকে প্রায় ১,২০০ ফুট গভীর খাদে বিমানটির ধ্বংসাবশেষ রয়েছে বলে সংকেত পাওয়া গেছে। তবে এখনও বিমানের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না
সন্ধান মিলেছে অরুণাচল প্রদেশের আকাশে ভারতীয় বায়ুসেনার নিখোঁজ এএন-৩২ এয়ারক্র্যাফ্টের। পশ্চিম সিয়াং জেলার পায়ুমবস্তি সংলগ্ন গাতেগ্রামের ঘন জঙ্গলে বিমানটির সন্ধান পাওয়া গেছে বলে বায়ুসেনার জনৈক আধিকারিক সূত্রে জানা গিয়েছে। সূত্রটি জানিয়েছে, পাহাড়ি সড়কপথ থেকে প্রায় ১,২০০ ফুট গভীর খাদে বিমানটির ধ্বংসাবশেষ রয়েছে বলে সংকেত পাওয়া গেছে। তবে এখনও বিমানের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। পাহাড়ের গভীর খাদে নামার প্রক্রিয়া শুরু করেছেন সেনা বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকরা।
প্রসঙ্গত, ঘটনার দিন ৩ জুন বিকেলের দিকে অরুণাচল প্রদেশের এই পশ্চিম সিয়াং জেলার পায়ুমবস্তির ঘন জঙ্গলে বিমানের সন্ধান পাওয়া গেছে বলে গ্রামের মানুষ জানিয়েছিলেন। এর পর বায়ুসেনার তরফে খবরের সত্যতা জানার চেষ্টা করে স্থানীয়দের সূচনাকে বিভ্রান্তিকর বলে জানানো হয়েছিল। আজ (মঙ্গলবার) ওই পায়ুমবস্তির কাছে গাতেগ্রামের ঘন অরণ্যে তার সন্ধান মিলেছে।
বিমানে বায়ুসেনার আট এবং পাঁচজন স্থলসেনা-সহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। বিমানটি পণ্য সামগ্রী নিয়ে অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী মেচুকা অ্যাডভান্স ল্যান্ডিং গ্ৰাউন্ডে অবতরণ করার কথা ছিল।