সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে আগামী ১৭ জুন থেকে| চলবে ২৬ জুলাই পর্যন্ত| স্পিকার নির্বাচন করা হবে আগামী ১৯ জুন| নতুন সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে আগামী ৫ জুলাই
আগামী ১৭ জুন থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন| সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে, আগামী ১৬ জুন সর্বদলীয় বৈঠক ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি| আগামী ১৬ জুন সকালে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে| ওই দিনই সন্ধ্যায় এনডিএ-রও বৈঠক ডাকা হয়েছে| এখানেই শেষ নয়, লোকসভার প্রথম অধিবেশন শুরু হওয়ার আগের দিন, অর্থাত্ ১৬ জুন বিজেপির সংসদীয় পার্টির কার্যনির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়েছে|
উল্লেখ্য, সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে আগামী ১৭ জুন থেকে| চলবে ২৬ জুলাই পর্যন্ত| স্পিকার নির্বাচন করা হবে আগামী ১৯ জুন| নতুন সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে আগামী ৫ জুলাই| ১৭ জুন থেকে অধিবেশন শুরু হয়ে সেই দিন এবং তার পরের দিন, দু’দিন ধরে চলবে লোকসভার নির্বাচিত সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান| প্রথম দিন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ|