সপ্তদশ লোকসভার প্রোটেম স্পিকার বীরেন্দ্র কুমার, শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি

< 1 - মিনিট |

সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে মধ্যপ্রদেশের তিকমগড়ের সাত-বারের সাংসদ বীরেন্দ্র কুমারকে প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

কে আর সি টাইমস ডেস্ক

সপ্তদশ লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথগ্রহণ করলেন বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমার| সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে মধ্যপ্রদেশের তিকমগড়ের সাত-বারের সাংসদ বীরেন্দ্র কুমারকে প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| লোকসভার নতুন নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকারই|
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন পূর্বতন সরকারে নারী ও শিশু কল্যাণ  মন্ত্রক এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন বীরেন্দ্র কুমার| খুব অল্প বয়স থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র যুক্ত তিনি| মধ্যপ্রদেশের সাগরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগ দেন বীরেন্দ্র কুমার| ১৯৯৬ সালে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত সাগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন বীরেন্দ্র| তারপর থেকে আর পিছনে ফিরে তাঁকাতে হয়নি| একাদশতম থেকে সপ্তদশতম লোকসভা সাংসদ বীরেন্দ্র কুমার| 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news