সভ্যতার মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছে জাপান : নরেন্দ্র মোদী

< 1 - মিনিট |

প্রতিভা এবং প্রযুক্তির সর্বোচ্চ পর্যায় কি ভাবে ব্যবহার করতে হয়, তা শিখিয়েছে জাপান। প্রতিটি জপান সফর উপভোগ করেছেন বলে জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ উপলব্ধি করেছি

কে আর সি টাইমস ডেস্ক

সভ্যতার মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা এবং মানব প্রতিভা ও প্রযুক্তি সর্বোচ্চ পর্যায় ব্যবহারের জন্য জাপানের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। 

বর্তমানে জি-২০ বৈঠকে যোগ দিতে জাপানে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওসাকায় প্রবাসী ভারতীয়দের সভায় নরেন্দ্র মোদী বলেন, এটি আমার চতুর্থ জাপান সফর। এখানকার জীবনযাত্রা থেকে মনে হয়েছে সভ্যতার মূল্যবোধের প্রতি দায়বদ্ধ জাপান। পাশাপাশি প্রতিভা এবং প্রযুক্তির সর্বোচ্চ পর্যায় কি ভাবে ব্যবহার করতে হয়, তা শিখিয়েছে জাপান। প্রতিটি জপান সফর উপভোগ করেছেন বলে জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ উপলব্ধি করেছি। 

দুই দেশের সম্পর্কের ঐতিহ্য তুলে ধরে নরেন্দ্র মোদী বলেন, একটা সময় যখন গাড়ি তৈরি করার জন্য জাপান আমাদের (ভারত) সহায়তা করতে, আর এখন ভারতে বুলেট ট্রেন বানানোর জন্য সহায়তা করছে জাপান। ভারতের প্রায় সর্বত্র জাপানি প্রকল্প এবং বিনিয়োগে কাজ চলছে। ফলে ভারতের মানবশক্তি এবং প্রতিভা জাপানের প্রগতি ও সমৃদ্ধির জন্য অবদান রেখে চলেছে। আন্তর্জাতিক মঞ্চে যখন কোন দেশ ভারতের বন্ধু হিসেবে আলোচনা হয় তখন অবশ্যই জাপানের নাম আসে। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *