অটল জলধারা মিশনের মাধ্যমে রাজ্যের প্রতিটি বাড়িতে ২০২২ সালের মধ্যে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ রাজ্যে এগিয়ে চলেছে
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে কর্মসংস্কৃতির আমূল পরিবর্তন হয়েছে৷ সরকার চাইছে স্বনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে৷ তাই শুধু সরকারি চাকরির উপর নির্ভর না করে বেকার যুবক-যুবতীদের দক্ষতা বিকাশের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার ৷
আজ কাঞ্চনপুর মহকুমার সুভাষনগরে শিল্প ও বাণিজ্য দফতরের উদ্যোগে গড়ে ওঠা শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের (আইটিআই) উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এভাবেই স্বনির্ভর ত্রিপুরার স্বপ্ন ফেরি করলেন৷ তাঁর কথায়, রাজ্যে স্বরোজগারের একটা মানসিকতা গড়ে উঠেছে ৷ বেকার যুবকরা সরকারের বিভিন্ন কর্মসূচির সুযোগ নিয়ে স্বনির্ভর হচ্ছেন ৷ রাজ্যে স্বনির্ভর যুবকরাই হয়ে উঠছেন জব ক্রিয়েটর ৷
কাঞ্চনপুরে আজ শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বরোজগারের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যেই সরকার শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের মতো প্রতিষ্ঠান মহকুমাগুলিতে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে৷ তারই প্রতিশ্রুতি অনুযায়ী কাঞ্চনপুরের মতো মহকুমায় শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের আজ উদ্বোধন হল ৷ তিনি বলেন, ভারত সরকার এবং জাপানের মধ্যে এক চুক্তির ফলস্বরূপ ভারতের বিভিন্ন রাজ্য থেকে শিল্প প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বেকার যুবকরা জাপানে গিয়ে তাঁদের কাজের দক্ষতার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাবেন৷ এই সুযোগ ত্রিপুরার যুবক-যুবতীরাও নিতে পারবেন৷
তিনি বলেন, ত্রিপুরার বিদ্যুৎ পরিষেবার আধুনিকীকরণের জন্য বিশ্ব ব্যাঙ্ক থেকে ২,৯০০ কোটি টাকা পাওয়া গেছে৷ এর ফলে রাজ্যে বিদ্যুৎ পরিষেবার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানেরও একটা বিরাট সুযোগ তৈরি হবে৷ কেন্দ্র ও রাজ্য সরকার মিলে একসাথে কাজ করলে রাজ্যের জিডিপি বাড়বে ৷
অটল জলধারা মিশনের মাধ্যমে রাজ্যের প্রতিটি বাড়িতে ২০২২ সালের মধ্যে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ রাজ্যে এগিয়ে চলেছে ৷ রাজ্যের যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, খুব শীঘ্রই রাজ্যে চার জোড়া ডেমু ট্রেন চালু হবে৷ কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার ক্ষমতায় আসার পর উত্তর-পূর্বাঞ্চলে রেল পরিষেবায় যা বিনিয়োগ হয়েছে তার পঞ্চাশ শতাংশ হয়েছে ত্রিপুরা রাজ্যে, বলেন তিনি ৷
আগামী দিনে ধর্মনগর-কৈলাসহর-পেঁচারথলকে রেলের আওতায় আনার জন্য ৪১.৭ কিমি নতুন রেললাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুন্দরী কাঞ্চনপুর ভৌগোলিক দিক দিয়ে একটা সুুবিধাজনক অবস্থায় রয়েছে৷ একদিকে মিজোরাম ও অসম এবং অন্যদিকে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্তের সাথে যুক্ত হওয়ার কারণে এই মহকুমার উন্নয়নের একটা বড় সম্ভাবনা রয়েছে৷ সরকার সেই লক্ষ্যে কর্মসূচি নিচ্ছে ৷
মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্য রাখতে হবে সীমান্তের সুযোগ নিয়ে কাঞ্চনপুর যেন মাদক চোরাচালানকারীদের প্রবেশদ্বার হয়ে উঠতে না পারে৷ বর্তমান সরকার ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে৷ সরকারের এই কর্মসূচিকে সফল করে তুলতে কাঞ্চনপুরবাসীকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে৷ নেশাগ্রস্তদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে৷ সবাই মিলে চেষ্টা করলে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবেই, দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন তিনি ৷
মুখ্যমন্ত্রী বলেন, নেশাকারবারীদের চিহ্ণিত করে পুলিশের হাতে তুলে দিন৷ আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সাহায্য করার জন্যও তিনি আহ্বান জানান৷ এই কাজে স্থানীয় অভিভাবকদেরও বলিষ্ঠ ভূমিকা নিতে তিনি আহ্বান জানান ৷
বিপ্লব দেব আরও বলেন, কাঞ্চনপুরে আজ যে শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল, তার যাতে পূর্ণ সদ্ব্যবহার হয়৷ তাঁর বিশ্বাস, পাঁচ বছর পর এই ত্রিপুরাকে দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবেন৷ আবেগের সুরে তিনি বলেন, এই সেই ত্রিপুরা যে এক সময় পিছিয়ে পড়া রাজ্য ছিল৷ আজ সেই ত্রিপুরা সামনের দিকে এগিয়ে চলেছে৷ নতুন ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে৷ কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ রয়েছে এই রাজ্যের উপর ৷
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিধায়ক প্রেমকুমার রিয়াং, ত্রিপুরা শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, প্রধানসচিব এসআর কুমার, শিল্প ও বাণিজ্য দফতরের অধিকর্তা কিরণ গিত্যে প্রমুখ৷ সভাপতিত্ব করেন দশদা বিএসি-র চেয়ারম্যান জিরেন রিয়াং ৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী নবনির্মিত শিল্প প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেন৷ দু’শো আসন বিশিষ্ট এই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে ব্যয় হয়েছে ৯.৫ কোটি টাকা ৷ এই শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে ১১০ জন প্রশিক্ষার্থী ভর্তি হয়েছেন।