মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পার্থ রুদ্র পালকে করিমগঞ্জ সদর থানার পুলিশ গ্রেফতার করে
করিমগঞ্জ : টিম করিমগঞ্জের ইনফরমেশন টেকনোলজির ফাইল গায়েব করার অভিযোগে টিম করিমগঞ্জের এক প্রাক্তন কর্মী তথা করিমগঞ্জ শহরের যুবক পার্থ রুদ্র পালকে করিমগঞ্জ পুলিশ গ্রেফতার করল। কিছু দিন পূর্বে টিম করিমগঞ্জের পক্ষে থেকে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পার্থ রুদ্র পালকে করিমগঞ্জ সদর থানার পুলিশ গ্রেফতার করে।বর্তমানে পার্থ রুদ্র পালকে করিমগঞ্জ সদর থানায় টানা জিঞ্জাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। উল্লেখ্য, টিম করিমগঞ্জের কাজে সুবাদে পার্থ রুদ্র পালের বিভিন্ন তথ্য তার জানা ছিল। টিম করিমগঞ্জের সাথে জড়িত বিভিন্ন গ্রাহকদের কাছে ম্যাসেজ পাঠিয়ে টিম করিমগঞ্জের বদনাম করার ও অভিযোগ রয়েছে তার উপরে।