সাময়িকের জন্য কারফিউ শিথিল গুয়াহাটিতে, ইন্টারনেট পরিষেবা বন্ধই

< 1 - মিনিট |

শনিবার সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে গুয়াহাটিতে। ডিব্রুগড়ে কারফিউ শিথিল করা হয়েছে সকাল আটটা থেকে দুপুর দু’টো পর্যন্ত। তবে, নিরাপত্তার কারণে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা এখনও বন্ধ রাখা হয়েছে।

কে আর সি টাইমস ডেস্ক

পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। তবে, সাময়িকের জন্য কারফিউ শিথিল করা হল উত্তপ্ত গুয়াহাটিতে। কারফিউ শিথিল করা হয়েছে ডিব্রুগড়েও। শনিবার সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে গুয়াহাটিতে। ডিব্রুগড়ে কারফিউ শিথিল করা হয়েছে সকাল আটটা থেকে দুপুর দু’টো পর্যন্ত। তবে, নিরাপত্তার কারণে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা এখনও বন্ধ রাখা হয়েছে। শুক্রবারই শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন জানায় অল অসম স্টুডেন্টস ইউনিয়ন। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে পরিস্থিতি। সামগ্রিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কতটা সময় লাগবে, তা এখনই বলা যাচ্ছে না। 

শনিবার সকাল অসম প্রসাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে গুয়াহাটিতে। ডিব্রুগড়ে কারফিউ শিথিল সম্পর্কে ডিব্রুগড়ের ডেপুটি কমিশনার পল্লব গোপাল ঝা বলেছেন, ডিব্রুগড়ে কারফিউ শিথিল করা হয়েছে সকাল আটটা থেকে দুপুর দু’টো পর্যন্ত। অসমের পাশাপাশি মেঘালয়ের রাজধানী শিলংয়েও শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পূর্ব খাসি হিলস জেলা ডেপুটি কমিশনার এম ডাব্লিউ নংব্রি জানিয়েছেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিলংয়ে কারফিউ শিথিল করা হয়েছে। এদিন সকালে যান চলাচলও স্বাভাবিক ছিল। রাজধানী শিলংয়ে খুলেছে অধিকাংশ দোকান। যান চলাচল স্বাভাবিক, বিগত ১২ ঘন্টায় কোনওরকম বিশৃঙ্খল ঘটনাও ঘটেনি।’  নাগরিকত্ব সংশোধনী বিল, যা এখন আইনে পরিণত হয়েছে। সিএবি-র প্রতিবাদে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে অসম, ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য। গুয়াহাটিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করেন সিএবি-র। কারফিউ জারি করা হয় গুয়াহাটিতে। অশান্ত হয় মেঘালয়ের রাজধানী শিলংও। প্রশাসন সূত্রের খবর, শুক্রবার রাত থেকে কোনওরকম বিশৃঙ্খল ঘটনা ঘটেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news