সারা আসাম ন্যায়িক কর্মচারী সংস্থার বিভিন্ন দাবিতে কর্মবিরতি কার্যসূচি পালন করা হয় শিলচরে পারিবারিক আদালতে

< 1 - মিনিট |

তাদের ন্যায্য দাবিগুলো আদায়ের জন্য এই কর্মবিরতি ও ধর্ণা এবং অনুরোধ জানান সরকার যেন অতি সত্বর তাদের এই দাবিগুলি পূরণ করে দেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : মঙ্গলবার সমগ্ৰ রাজ্যের পারিবারিক আদালতের কর্মচারীদের সাথে শিলচর তারাপুরের পারিবারিক আদালত প্রাঙ্গনে সারা আসাম ন্যায়িক কর্মচারী সংস্থার কাছাড় জেলার সদস্যরা মাননীয় শেট্টি কমিশনের পরামর্শাবলীর ভিত্তিতে মহামান্য উচ্চতম ন্যানালয়ের WP(C)১০২২/৮৯ মোকাদ্দমার ০৭/১০/২০০৯ তারিখের আদেশ সম্পূর্ণভাবে কার্যকারী না করার প্রতিবাদে এবং ন্যায্য প্রাপ্তির দাবিতে সকাল ১০ থেকে বিকেল ৪ পর্যন্ত কর্মবিরতি সহ ধর্ণা প্রদর্শন করা হয়।

উক্ত সংস্থার কাছাড় জেলার সহ-সভাপতি দ্বিজেন্দ্র বর্মন বলেন, গ্রাজুয়েট প্রে স্কেইল বাড়ানোর কথা ছিল সেটাও বাস্তবায়িত হয় নাই, শিলচরের পারিবারিক আদালতে স্বতন্ত্র একাউন্টেন্ট না থাকাতে সঠিক ভাবে বেতন পেতে অসুবিধার দেখা দেয়,লোক আদালতের কাজে নিযুক্ত কর্মচারীদের ৫শতাংশ ভাতা দেওয়া হয় নাই সহ আরো অন্যান্য দাবি আদায়ের জন্য বর্তমান সরকার সহ উধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এই কর্মবিরতির মাধ্যমে প্রতিবাদী ধর্ণা প্রদর্শন করা হয়।

জলান্তিকা ভট্টাচার্য্য বলেন, আজকে দিনে শিলচর পারিবারিক আদালতে যাদের মামলা ছিল তাদের সেবা না দিতে আন্তরিকভাবে সারা আসাম ন্যায়িক কর্মচারী সংস্থার প্রত্যেক সদস্যরা আন্তরিক ভাবে দুঃখিত,কারন তাদের ন্যায্য দাবিগুলো আদায়ের জন্য এই কর্মবিরতি ও ধর্ণা এবং অনুরোধ জানান সরকার যেন অতি সত্বর তাদের এই দাবিগুলি পূরণ করে দেন।

সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কে.পি রংমাই, শ্রাবণী দত্ত, ইয়াসমিন আরা বড়ভূঁইয়া, আলপনা পাল, নাজিম উদ্দিন লস্কর, ওয়াই রাজু সিংহ সহ আরো অন্যান্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *