দুর্ভোগের মুখে ইন্ডিগোর যাত্রীরা। সার্ভারে সমস্যা তৈরি হওয়ায় বেঙ্গালুরু বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। ইন্ডিগো বিমান সংস্থার তরফে একটি বিবৃতিতে জানান হয়, মঙ্গলবার সকাল ৪.২৯-এ রিজার্ভেশন সিস্টেমটির সার্ভার ডাউন হয়ে যায় যা ফের ৫টা বেজে ৭ মিনিটে পুনরুদ্ধার করা হয়েছে। সার্ভারের সমস্যার কারণে ম্যানুয়াল বুকিং শুরু হওয়ায় বিমানবন্দরের চেক-ইন কাউন্টারের সামনে লম্বা লাইন পড়ে যায়। […]
দুর্ভোগের মুখে ইন্ডিগোর যাত্রীরা। সার্ভারে সমস্যা তৈরি হওয়ায় বেঙ্গালুরু বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। ইন্ডিগো বিমান সংস্থার তরফে একটি বিবৃতিতে জানান হয়, মঙ্গলবার সকাল ৪.২৯-এ রিজার্ভেশন সিস্টেমটির সার্ভার ডাউন হয়ে যায় যা ফের ৫টা বেজে ৭ মিনিটে পুনরুদ্ধার করা হয়েছে।
সার্ভারের সমস্যার কারণে ম্যানুয়াল বুকিং শুরু হওয়ায় বিমানবন্দরের চেক-ইন কাউন্টারের সামনে লম্বা লাইন পড়ে যায়। সংস্থার মুখপাত্র জানান, টেকনিক্যাল সমস্যার কারণে প্রায় ৩৮ মিনিট সার্ভার ডাউন থাকায় ৬৩টি বিমান দেরিতে চলেছে। সেই সময় বিমানবন্দরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। পরে সার্ভার কাজ করা শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে।