সিএএ-এনআরসি সম্পর্কিত বিভ্রান্তি দূর করা উচিত কেন্দ্রের: মায়াবতী

< 1 - মিনিট |

টুইটে মায়াবাতী লিখেছেন, ‘কিন্তু, মুসলিম সম্প্রদায়ের মানুষজনকেও সাবধান হতে হবে। এই ইসু্র আড়ালে তাঁরা যেন রাজনৈতিকভাবে শোষিত না হন।’

কে আর সি টাইমস ডেস্ক

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে ফের সরব হলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবাতী। বিএসপি সুপ্রিমোর মতে, সিএএ ও এনআরসি সম্পর্কিত বিভ্রান্তি দূর করা উচিত কেন্দ্রীয় সরকারের। বিশেষ করে মুসলিমরা যে সমস্ত আশঙ্কায় ভুগছেন, তা দূর করা উচিত কেন্দ্রের। মঙ্গলবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে মায়াবাতী লিখেছেন, ‘সিএএ ও এনআরসি-র প্রেক্ষিতে মুসলিমদের সমস্ত আশঙ্কা দূর করা উচিত কেন্দ্রীয় সরকারের। তাঁদের বোঝানো উচিত এর ফলে ভালোই হবে।’ অপর একটি টুইটে মায়াবাতী লিখেছেন, ‘কিন্তু, মুসলিম সম্প্রদায়ের মানুষজনকেও সাবধান হতে হবে। এই ইসু্র আড়ালে তাঁরা যেন রাজনৈতিকভাবে শোষিত না হন।’ প্রসঙ্গত, সিএএ ও এনআরসি-র বিরোধিতায় গত কয়েকদিন ধরেই উত্তাল দেশের বিভিন্ন রাজ্য। সিএএ-এনআরসি বিরোধিতায় শুধুমাত্র উত্তর প্রদেশেই কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে পুলিশ-থানা। এমতাবস্থায় সিএএ-এনআরসি ইসু্যতে ফের সরব হলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবাতী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news