এই প্রসঙ্গেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বলেন, ‘কারোরই নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত নয়’।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিরোধী বিক্ষোভে দেশের একাধিক প্রান্তের সঙ্গে হিংসায় জ্বলে ওঠে উত্তরপ্রদেশের রাজধানী লখনউও। লখনউয়ের হিংসার ঘটনায় আটক ছয়জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। রবিবার এমনটাই জানিয়েছে সেখানকার এসএসপি কালানিধি। তিনি জানান ধৃতরা পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিরোধী বিক্ষোভে গত কয়েকদিন দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। সেই বিক্ষোভ পৌঁছে যায় হিংসায়। এই ঘটনায় কেবল লখনউ থেকে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ২২০ জনকে। যাদের মধ্যে ছয়জন পশ্চিমবঙ্গের। এদিন লখনউয়ের এসএসপি কালানিধি এই তথ্য দিয়ে জানান, ‘লখনউয়ে যেখানে হিংসার ঘটনা ঘটেছে, সেখান থেকেই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে’। এরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা বলে জানিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ। এসএসপি কালানিধি আরও বলেন, ‘আমরা হিংসার সমস্ত ছবি ও ভিডিও খতিয়ে দেখছি। এই ঘটনায় আরও অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে’। যোগীরাজ্যের ডিজিপি ওপি সিংহ শনিবার জানান, হিংসা এড়াতে আরও কড়া পদক্ষেপ করেছেন তাঁরা। কোনও রাজনৈতিক ব্যক্তি বা স্বেচ্ছাসেবী সংগঠন হিংসায় মদত দিচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওপি সিংহ। এই প্রসঙ্গেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বলেন, ‘কারোরই নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত নয়’।