সিএএ-বিরোধী আন্দোলন: আগ্রা-মথুরায় বাতিল ইন্টারনেট পরিষেবা

< 1 - মিনিট |

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতায় প্রতিবাদ-আন্দোলনের কথা মাথায় রেখেই আগ্রা ও মথুরায় আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

কে আর সি টাইমস ডেস্ক

আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখনও বিশেষ কোনও উন্নতি হয়নি। তাই উত্তর প্রদেশের আগ্রা এবং মথুরায় এখনও স্বাভাবিক হল না ইন্টারনেট পরিষেবা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত তাজনগরী আগ্রায় বাতিল করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। উত্তর প্রদেশের মথুরাতেও বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতায় প্রতিবাদ-আন্দোলনের কথা মাথায় রেখেই আগ্রা ও মথুরায় আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।  আগ্রা জেলা প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত আগ্রায় বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবা। তবে, ব্যাঙ্ক এবং সরকারি দফতরে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিকই থাকবে। অতিরিক্ত জেলা শাসক (শহর) প্রভাকান্ত অবস্থি জানিয়েছেন, ‘সিএএ বিরোধিতায় হিংসার সাক্ষী থেকেছে আলিগড়, হাথরাস, ফিরোজাবাদ-সহ বিভিন্ন জেলা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই গুজব ছড়ানো হচ্ছে। এই কারণেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।’ মথুরাতেও এই একই কারণে ইন্টারনেট পরিষবা বন্ধ রাখা হয়েছে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news