সিএএ- র সমর্থন মিছিলে পা মেলালেন মুসলিম মহিলা

< 1 - মিনিট |

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিছিলে এহেন ছবি কেবল নজিরবিহীন তাই নয় কল্পনাতীতও বটে। নাগরিকত্ব সংশোধন আইনের সমর্থনে এদিন মহামিছিলের ডাক দেয় বঙ্গ বিজেপি।

কে আর সি টাইমস ডেস্ক

 ‘আমি ভারতীয় মুসলিম এবং আমি সিএএ -কে সমর্থন করি’। সোমবার নাগরিকত্ব সংশোধনী আইন এর সমর্থনে বিজেপির মিছিল থেকে এমন বক্তব্য উঠে এল। আসানসোলের কৃষাণ মোর্চার সাধারণ সম্পাদক অস্মিতা খাতুন এমনই জানালেন মিছিল থেকে। নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিছিলে এহেন ছবি কেবল নজিরবিহীন তাই নয় কল্পনাতীতও বটে। নাগরিকত্ব সংশোধন আইনের সমর্থনে এদিন মহামিছিলের ডাক দেয় বঙ্গ বিজেপি। সুবোধ মল্লিক স্কয়ার থেকে বিজেপির মিছিল শুরু হয়ে চিত্তরঞ্জন এভিনিউ থেকে ভূপেন বোস এভিনিউ হয়ে মিছিল পৌঁছায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়, রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সাংসদ দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয় সহ একাধিক প্রথম সারির নেতৃত্বরা। এদিন আসানসোলের কৃষাণ মোর্চার সাধারণ সম্পাদক অস্মিতা খাতুন বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইনে কোথাও বলা নেই মুসলিমদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। বরং আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে যে সকল খ্রিষ্টান বৌদ্ধ হিন্দু ধর্মের মানুষ ভারতে আসবে তাদের নাগরিকত্ব দেওয়ার কথা ওই আইনে বলা হয়েছে’। তিনি আরো উল্লেখ করেন, ‘বিজেপি বারবার বলে এসেছে ভারতীয় মুসলিমদের কোন ভয় নেই। আমি ভারতীয় মুসলিম ভয় পাবো কেন। আমি আমার ধর্মের মানুষদের এই আইন কে সমর্থন করার জন্য আহ্বান জানাচ্ছি’। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন ভারতের নাগরিক হিসেবে কেন্দ্রের কাছে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এই প্রসঙ্গে অস্মিতা খাতুন জানান, ‘এসব নথি জমা দেওয়ার কথা বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news