অচল-স্তব্ধ গুয়াহাটি, দিসপুর, তিনসুকিয়া, শিবসাগর প্রভৃতি জায়গা। জারি করা হয়েছে কারফিউ, বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট ও এসএমএস পরিষেবাও। নামানো হয়েছে সেনা।
নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)-এর প্রতিবাদে ক্ষোভ থামার কোনও লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না উত্তর-পূর্বের রাজ্য অসমে। বরং ক্ষোভ আরও বাড়ছে বলাই যেতে পারে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে কারফিউ। এবার ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ হওয়ায় দুর্ভোগ আরও বাড়ল। অসমে উদ্ভূত পরিস্থিতির জন্য ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার ডিব্রুগড় থেকে সমস্ত বিমান পরিষেবা বাতিল করেছে ইন্ডিগো। কলকাতা থেকে ডিব্রুগড়গামী সমস্ত বিমান বাতিল করার কথা ঘোষণা করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষও। এছাড়াও গুয়াহাটি থেকে আপার অসম রিজিওন-গামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।
ইন্ডিগো-র পক্ষ থেকে জানানো হয়েছে, অসমে বিরাজমান পরিস্থিতির জন্য, ডিব্রুগড় থেকে সমস্ত বিমান বাতিল করা হয়েছে ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার। রিফান্ডের জন্য যাত্রীরা বিকল্প বিমান পছন্দ করতে পারেন। কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা থেকে অসমের ডিব্রুগড়গামী সমস্ত বিমান বাতিল করা হয়েছে। উত্তর ফ্রন্টিয়ার রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) জানিয়েছেন, গুয়াহাটি থেকে আপার অসম রিজিওন-গামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)-এর প্রতিবাদে গত কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ উত্তর-পূর্বের রাজ্য অসম। অচল-স্তব্ধ গুয়াহাটি, দিসপুর, তিনসুকিয়া, শিবসাগর প্রভৃতি জায়গা। জারি করা হয়েছে কারফিউ, বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট ও এসএমএস পরিষেবাও। নামানো হয়েছে সেনা।