সিকিমের দরজা খুলে গেল বাংলাদেশিদের জন্যে

2 - মিনিট |

গ্যাংটকের দুয়ার বাংলাদেশের জন্য উন্মুক্ত করেছে ভারত

কে আর সি টাইমস ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম। পূর্ব হিমালয় পর্বতশ্রেণির শিবালিক পর্বতে ১৪৩৭ মিটার উচ্চতায় বরফে মোড়া শহর। ছবি দেখলে মনে হয়, ইউরোপের কোনো বরফাচ্ছাদিত স্থান যেন। বলতে গেলে প্রকৃতিপ্রেমীদের স্বর্গ। তবে গত বছর পর্যন্ত সেখানে নিষিদ্ধ ছিল বাংলাদেশি পর্যটক। কিন্তু এবার গ্যাংটকের দুয়ার বাংলাদেশের জন্য উন্মুক্ত করেছে ভারত। এরপর থেকেই বরফ ঢাকা সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য আর হিমালয় পর্বতমালার সুউচ্চ শিখরগুলোর মাঝখানের মনোরম ও আরামদায়ক পরিবেশের খোঁজে ছুটে যাচ্ছেন বাংলাদেশের হাজারও ভ্রমণপিপাসু।

এবারের ঈদে সবচেয়ে বড় খবর, ভ্রমণপ্রেমীদের সিকিম যাত্রা নির্বিঘ্নে করতে ঢাকা থেকে সিকিম পর্যন্ত সরাসরি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকারি পরিবহন প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। সে লক্ষ্যে আগামি জুলাইয়ে ট্রায়াল রানে ঢাকা থেকে সিকিমে বাস ছাড়বে বিআরটিসি। এরপর বাস চালানোর উপযোগিতা যাচাই করবে বাংলাদেশ-ভারতের প্রতিনিধি দল।

বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের পাঁচটি রুটে দুই দেশের মধ্যে বাস চলাচল করে। এবার সেগুলোর সঙ্গে যোগ হবে আরও একটি রুট সিকিম। বাংলাবান্ধা হয়ে শিলিগুড়ি দিয়ে সিকিম পৌঁছবে বাংলাদেশের বাস। পর্যটকদের বিপুল আগ্রহ দেখেই নতুন এই আন্তর্জাতিক রুটে বিআরটিসি বাস চালু করতে আগ্রহী বলে জানান ফরিদ আহমেদ ভূইয়া। তিনি আরও জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ এবং বাস অপারেটর প্রতিনিধি মিলিয়ে প্রায় ৫০ জনের একটি দল জুলাই মাসের মাঝামাঝি সময়ে শ্যামলী এন আর ট্রাভেলসের একটি বাস নিয়ে সিকিম যাবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক আরও ৫টি রুটে দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে বিআরটিসির ব্যানারে শ্যামলী পরিবহনের বাস ভারত-বাংলাদেশে চলাচল করে। এর মধ্যে শ্যামলী পরিবহনের প্রথম বিলাসবহুল হুন্দাই বাস ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-শিলং-গৌহাটি ও কলকাতা-ঢাকা-আগরতলা রুটে চলাচল করছে। শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সরকারকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব দিয়ে ভারত-বাংলাদেশ রুটে শ্যামলী পরিবহনের বাস চলে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক নতুন রুটেও শ্যামলী পরিবহন যাত্রীদেরকে উন্নত সেবা দিতে প্রস্তুত।

শ্যামলী ট্রাভেলস সূত্রে আরও জানা যায়, সিকিম রুটে বাস চালুর আগেই শ্যামলী বাস দিয়ে বাংলাবান্ধা এবং তারপর ভারত অংশে তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় পর্যটকদের সিকিম দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে তাদের বাস শিলিগুড়ি ও সিকিমের যাত্রী নিচ্ছে। তবে বাসে সরাসরি সিকিম যেতে অনেক পর্যটক অপেক্ষায় রয়েছেন।

এদিকে, বিআরটিসি গত বছর ঢাকা থেকে শিলিগুড়ি হয়ে সড়কপথে সরাসরি নেপালের কাঠমান্ডু পর্যন্ত বাস নিয়ে ট্রায়াল রান করে। কিন্তু ট্রায়াল রান সফল হওয়ার একবছর পরও এ রুটে বাস চালু হয়নি। এ বিষয়ে বিআরটিসি চেয়ারম্যান জানান, নেপালের আমলাতান্ত্রিক জটিলতায় রুটটি চালুর উদ্যোগ পিছিয়ে গেছে। তবে তারা ঢাকা-কাঠমান্ডু সরাসরি বাস রুট চালুর চেষ্টা অব্যাহত রেখেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news